ইউক্রেনে রাশিয়ার অভিযানের শুরু থেকেই ইউক্রেনের পক্ষে অবস্থান নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেন ইস্যুতে মস্কোর ওপর বেশ কতগুলো নিষেধাজ্ঞাও জারি করে যুক্তরাষ্ট্র। এবার নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনসহ ৯৬৩ আমেরিকান নাগরিকের উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। এসব ব্যক্তি অনির্দিষ্টকালের জন্য রাশিয়ায় প্রবেশ করতে আর পারবে না। -আল-জাজিরা
শনিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে তা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রুশ নিষেধাজ্ঞার তালিকার মধ্যে আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও সিআইএ প্রধান উইলিয়াম বার্নসসহ ৯৬৩ জন মার্কিন নাগরিক। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার জবাবে আমেরিকানদের ওপর এই বিধিনিষেধ।