চীনে করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারন করার পর বর্তমানে বিশ্বের ১০৩টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। তবে এবার বাংলাদেশেও তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আজ রবিবার (৮ মার্চ) বিকালে সংবাদ সম্মেলন করে জানিয়েছে বাংলাদেশের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
বাংলাদেশে আক্রান্ত তিনজন রোগীর মধ্যে ২ জন পুরুষ এবং একজন নারী। তাদের বয়স আনুমানিক ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। তারা ইতালি ফেরত নাগরিক। তারা কিছুদিন আগে অসুস্থতা অনুভব করলে আইইডিসিআর হাসপাতালে বর্তি হয়। এরপর পরীক্ষা-নীরিক্ষা শেষে ওই তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়।
ব্রিফিংয়ে আইইডিসিআর জানিয়েছে, আক্রান্ত তিনজন রোগীর অবস্থায়ই স্থিতিশীল। তারা ভালো আছেন। তবে আইসোলেশনে থাকবেন। এছাড়া বাংলাদেশের নাগরিকদের সতর্কভাবে চলাফেরা করতে বলেছেন।
আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, সারাদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয়নি। তবে তিনি ভালোভাবে সবাইকে হাত ধোয়ার পরামর্শ দেন।
প্রসঙ্গত করোনাভাইরাসটির উৎপত্তিস্থল চীনে। দ্রুত বিস্তারে সক্ষম নভেল করোনাভাইরাস বিশ্বের ১০৩ দেশে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে।
ডব্লিউএইচও জানিয়েছে, শনিবার রাত পর্যন্ত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা এখন পর্যন্ত ১ লাখ ৬ হাজার ২০৩ জন। আক্রান্তের সংখ্যা লাখ পেরিয়ে গেলেও সে হারে মারা যায়নি।
ডব্লিউএইচও বলছে, এখন পর্যন্ত এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬০০ জনে। আক্রান্তদের মধ্যে ৬০ হাজার ১৯০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।