মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবার প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হলেন ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার বিল স্টেপিয়েন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মার্কিন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা তাদেরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, করোনা আক্রান্ত ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার বাসায় থেকে কাজ করবেন। সেখানেই চিকিৎসা নিচ্ছেন তিনি।
গতকাল শুক্রবার হোয়াইট হাউসের সাবেক কাউন্সিলর কেলিয়ান কনওয়েসহ ট্রাম্পের বেশ কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর করোনা পজিটিভ আসে। আর স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে ট্রাম্প টুইট করে জানান, ‘আজ রাতে মেলানিয়া ট্রাম্প ও আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমরা দ্রুত কোয়ারেন্টিন ও সুস্থতার প্রক্রিয়া শুরু করব।’ আজ শনিবার ট্রাম্পকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।
তার আগে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টাদের একজন হোপ হিকসের করোনা ধরা পড়ার পর নমুনা পরীক্ষা করান ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া, পরে তাদের দুজনেরই করোনা রিপোর্ট পজিটিভ আসে।
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের দিক দিয়ে সবার চেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৭৫ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের দুই লাখ সাড়ে ১৩ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন।