Thursday, June 8, 2023
spot_img
Homeবিনোদনএবারো আলোচনায় ফারহান

এবারো আলোচনায় ফারহান

চলতি প্রজন্মের মেধাবী অভিনেতা মুশফিক আর ফারহান এবার ঈদেও চমক দেখালেন। অভিনেতা হিসেবে এবার তার অভিনীত নাটকগুলোই রয়েছে আলোচনার শীর্ষে। বিভিন্ন নাটকে অনবদ্য অভিনয়ের মধ্যদিয়ে ফারহান হচ্ছেন প্রশংসিত। বরাবরই ব্যতিক্রম গল্প ও চরিত্রের জন্যই আলোচিত এ অভিনেতা। অতীতেও তাকে ভিন্নধর্মী সব নাটকেই তাক লাগাতে দেখা গেছে। এবারো হয়েছে তাই। মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত ‘একজন মধ্যবিত্ত বলছি’ নাটকে একজন মধ্যবিত্ত তরুণের বিয়ে, পরিবার, ভালোবাসা, কষ্ট, অভিমান তুলে ধরেছেন ফারহান। অন্যদিকে মহিদুল মহিম পরিচালিত ‘দরদ’ নাটকে তানজিন তিশার সঙ্গে জুটি বাঁধেন ফারহান। মলম বিক্রেতা সুখী এক স্বামী ও বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি, যে কিনা শেষে এক মর্মান্তিক ঘটনায় স্ত্রী-সন্তান হারিয়ে নির্বাক হয়ে পড়েন। এ ছাড়াও মাহমুদ মাহিনের ‘শাদী মোবারক’, ‘ডিয়ার লাভ’ ও ‘মন বলে তুমি ফিরবেই’ নাটক তিনটিতে তিন ধরনের চরিত্রে অভিনয় করেছেন ফারহান, যা বেশ দর্শকপ্রিয়তা পাচ্ছে।

নাটকগুলো ইউটিউবেও ভিউয়ের দিক দিয়ে এগিয়ে আছে। গত ঈদের মতো এবারো অভিনেতা হিসেবে প্রশংসা কুড়াচ্ছেন? কেমন লাগছে? ফারহান বলেন, নতুন নতুন চরিত্রে কাজ করার একটা কৌতূহল সবসময় থাকে। পরিচালকরাও এখন আলাদা চরিত্রে ভাবছেন আমাকে। আমিও শতভাগ দিয়ে কাজের চেষ্টা করছি মাত্র। দর্শকরা যেভাবে পছন্দ করছেন কাজগুলো, তা প্রত্যাশার চাইতেও বেশি। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এদিকে মুশফিক আর. ফারহান এখন রয়েছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। পাঁচটি নাটকের শুটিং করতে সেখানে অবস্থান করছেন এই তারকা। নাটক পাঁচটি পরিচালনা করবেন মেহেদী হাসান হৃদয়। এগুলো প্রযোজনা করছেন ফখরুল আলম মজুমদার রিয়া ও সুমন সরকার। নাটকগুলোতে ফারহানের বিপরীতে দেখা যাবে কেয়া পায়েলকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments