দেশ ও প্রবাসের সেতু বন্ধন- এই দৃঢ় প্রত্যয় নিয়ে এনআরবি (নন রেসিডেন্স বাংলাদেশী) নামে সংগঠনের যাত্রা শুরু হলো। গত ২৭ শে সেপ্টেম্বর রবিবার সাতজন কেবিনেট সদস্যের সমন্বয়ে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটি আত্নপ্রকাশ করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান জনাব ইলিয়াস কাঞ্চন,একুশে পদক প্রাপ্ত সাহিত্যিক – সাংবাদিক জার্মান প্রবাসী নাজমুন্নেসা পিয়ারি (কার্য নির্বাহী সদস্য)। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ এর সভাপতি (নিউ জার্সি প্রবাসী) ড: রুহুল আমিন, (এন আর বির সন্মানিত এডভাইজারি কাউন্সিল সদস্য)।
সংগঠনের প্রেস এন্ড পাবলিক রিলেশন সম্পাদিকা সুরাইয়া মুন্নীর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও সংগঠনের থীম সং পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এন আর বি কেবিনেটের সাধারন সম্পাদক মোহাম্মদ দিদার। অনুষ্ঠানে বিশেষ অতিথিরা তাঁদের শুভেচ্ছা বক্তব্যে এন আর বির প্রতি তাঁদের সমর্থন এবং সংগঠনের সাফল্য কামনা করেন।
সংগঠনের কেবিনেট সদস্যরা হলেন আতাউল খান সহ-সভাপতি (হলিউড, ইউএসএ), মোহাম্মদ দিদার-সাধারন সম্পাদক (নিউ জার্সি, ইউএসএ), নাসির আহমেদ-অর্থ সম্পাদক (টেক্সাস, ইউএসএ), এহসানুর রহমান- লিগ্যাল এ্যাফেয়ার্স সম্পাদক (নিউইয়র্ক, ইউএসএ), সানজিদা হক -.ওমেন্স এন্ড হোমল্যান্ড এফেয়ার্স সম্পাদিকা (বাংলাদেশ)। তাঁরা যার যার অবস্থান থেকে তাদের বক্তব্য পেশ করেন।
এরপর সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তারিক বাবু (লস এন্জেলস, ইউএসএ) এনআরবি এর উদ্দেশ্য, আদর্শ ও সন্মেলন নিয়ে বিস্তারিত বর্ননা করেন।
তিনি প্রবাসীদের ভোটের অধিকার, বিমানবন্দরে হয়রানি বন্ধ, প্রবাসীদের যথাযথ সম্মান, জাতীয় সংসদে প্রবাসীদের জন্য আসন সংরক্ষণ এবং অর্থনৈতিক জোন তৌরী করা, প্রবাসে কর্ম সম্পাদন শেষে দেশে ফিরে প্রতিষ্ঠিত করার সুবন্দোবস্ত করার উদ্যোগ, প্রবাসীদের জমি, ফ্লাট, প্লট দখল মুক্ত করতে প্রসাশনের সহযোগিতা কামনা করেন এবং দেড় কোটি প্রবাসীদের এনআরবি গ্লোবাল এ যোগ দিয়ে সংগঠনটিকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।
এর আগে কেবিনেট পরিচিতি এবং ডিজিটাল ম্যাগাজিন প্রদর্শিত হয়। এর পরপরই এন আর বি এর শুভ উদ্বোধন ঘোষনা করেন প্রতিষ্ঠাতা সভাপতি তারিক বাবু। ‘সম্পূর্ণ নন প্রফিট, রাজনীতি মুক্ত, দেশ ও প্রবাসে অবস্থানরত বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা সমাধানকল্পে গঠিত এই সংগঠন এন আর বি গ্লোবাল । এই সংগঠনের সম্দৃদ্ধির জন্য সবার সহযোগিতা এবং আয়কর মুক্ত দান করার ব্যবস্থা রয়েছে। ওয়েব সাইট www.nrbglobal.org, facebook/nrbglobal20 Email: nrbglobal20@gmail.com।