ফুটবল মাঠে গোল তো কতভাবেই মিস হয়। ফুটবলার টেম্পারমেন্ট ঠিক না রাখতে পারায় অনেক সহজ গোলও হাতছাড়া হয়ে যায়। তবে বেলজিয়ামের ১৭ বছর বয়সী মিডফিল্ডার অ্যাস্টার ভ্র্যাঙ্কস যেভাবে ফার্স্ট ডিভিশন ম্যাচে গোলের অতি সহজ সুযোগ হাতছাড়া করলেন, সেটাকে বর্ণনা করার মতো বিশেষণ খুঁজে পাওয়া মুশকিল। এটাকে লজ্জাজনক গোল মিস বললেও কম বলা হবে। সোশ্যাল সাইটে অনেকি লিখছেন, এটাই কি ফুটবলের ইতিহাসের সবথেকে লজ্জাজনক গোল মিস?
সবথেকে খারাপ যদি নাও হয়, তবে অন্যতম খারাপ সন্দেহ নেই। সোশ্যাল মিডিয়ায় অ্যাস্টারের এমন ফাঁকা গোলে বল জড়াতে না পারা নিয়ে একদিকে যেমন ব্যঙ্গ বিদ্রুপের ঝড় বইছে, ঠিক তেমনই উঠে আসছে অতীতের এমনই সব লজ্জাজনক গোল মিস করার ছবি ও ভিডিও। বেলজিয়ামের ফার্স্ট ডিভিশন লিগে মেশেলেন বনাম কেভি উস্তেন্দের মধ্যে ম্যাচ চলছিল। ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল করে মেশেলনকে লিড এনে দেওয়ার সুযোগ ছিল অ্যাস্টারের সামনে। যা তিনি করে দেখাতে পারেননি।
৬৭ মিনিটের মাথায় মেশেলেনের এক ফুটবলারের শট ক্রসবারে প্রতিহত হয়। যদিও বল ঠিক অ্যাস্টারের সামনে চলে আসে। তার আশেপাশে তখন কেউ ছিলেন না। এমনকি গোলকিপারও না। মাত্র কয়েক ফুট দূর থেকে ফাঁকা জালে বল ঠেলে দিতে ব্যর্থ হন অ্যাস্টার। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। বল তার পায়ে জড়িয়ে মাঠের বাইরে চলে যায়। হতাশ হয়ে অ্যাস্টারকে মাথা ঠুকতে দেখা যায়। কিন্তু যা হওয়ার তো হয়েই গেছে! এমন গোলও মিস হয়!