অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের প্রযোজনায় গত ৫ই নভেম্বর মুক্তি পেয়েছে ‘এ দেশ তোমার আমার’ সিনেমা। এর একটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক জায়েদ খান। সম্প্রতি খবর প্রকাশ হয়েছে, একটি হলে সিনেমাটির দর্শক মাত্র ৫ জন! এমন খবরের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এ নায়ক৷ জায়েদ খান মানবজমিনকে বলেন, প্রথমত সিনেমাটি আমার না। আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি মাত্র। আমাকে হেয় করার জন্য আসলে দুই-একটি অনলাইনেই এমন খবর প্রকাশ করা হয়েছে। এটা পুরোপুরি ব্যক্তিগত আক্রমণ। সিনেমাটির মুক্তির এক সপ্তাহ চলছে মাত্র। ৩০ হলের মধ্যে দু-একটি হলে তো খারাপ (দর্শক কম) যেতেই পারে।অথচ ভিডিওতে আমি দেখতে পেয়েছি ও জানতে পেরেছি মধুমিতা হলসহ কয়েকটি হলে মোটামুটি ভালো দর্শক হচ্ছে। করোনার দুর্যোগ সামলে মানুষ হলে আসছে এটাই তো বেশি! আর এটা তো নতুন সিনেমা না। ১০ বছর আগে ক্যারিয়ারের শুরুতে করা সিনেমা। জায়েদ জানান, দ্বিতীয় সপ্তাহে হল বুকিংও বাড়ছে। তিনি বলেন, এ থেকেই তো প্রমাণ হচ্ছে, এগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। দেশপ্রেমভিত্তিক এ ছবিটি পরিচালনা করেছেন এফ আই মানিক। আর জায়েদ খানের বিপরীতে দেখা গেছে এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রুমানাকে। এতে আরও অভিনয় করেছেন দুই প্রয়াত তারকা পারভীন সুলতানা দিতি ও মিজু আহমেদ।