Wednesday, October 4, 2023
spot_img
Homeবিনোদনএক বিলিয়ন ছাড়িয়ে বক্স অফিসের রাজা ‘অ্যাভাটার ২’

এক বিলিয়ন ছাড়িয়ে বক্স অফিসের রাজা ‘অ্যাভাটার ২’

প্যান্ডোরার জগতে জেমস ক্যামেরনের প্রত্যাবর্তন সারা বিশ্বে আবারও ঝড় তুলেছে। সম্প্রতি তার মুক্তিপ্রাপ্ত ‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’ বিশ্বব্যাপী দাঁপিয়ে বেড়াচ্ছে। বাণিজ্য সূত্র অনুসারে, দ্বিতীয় সপ্তাহ শেষে বিশ্বব্যাপী বক্স অফিসে ১.১ বিলিয়ন ডলার আয় করেছে সিনেমাটি৷ ইতিমধ্যেই বিশ্বব্যাপী দ্রুততম ১ বিলিয়ন ডলার আয়ের ক্ষেত্রেও নাম লিখিয়েছে সিনেমাটি। নতুন বছরের শুরুর দিকে ‘অ্যাভাটার ২’ আরো বড় ধরনের আয় করবে বলে ধারণা করছেন বাণিজ্য বিশ্লেষকরা।

এদিকে ১৬ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত সিনেমাটি ভারতে ৩০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে। দ্বিতীয় সপ্তাহ শেষে ভারতে সিনেমাটির আয় প্রায় ৩৩০ কোটি রুপি। ভারতের বাণিজ্য সূত্র অনুসারে, ভারতে সর্বোচ্চ আয়কারী আন্তর্জাতিক চলচ্চিত্র হিসেবে ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’-এর রেকর্ড ভাঙার পথে রয়েছে ক্যামেরনের ‘অ্যাভাটার ২’। ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’ ভারতে ৩৭৩ কোটি রুপি আয় করেছে। ‘অ্যাভাটার ২’ শিগগিরই ৪০০ কোটির ক্লাবে প্রবেশ করবে বলেও ধারণা করছেন বিশ্লেষকরা।

প্রথম অংশের ১৩ বছর পর মুক্তি পেতে যাওয়া ‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’ সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রত্যাশিত সিনেমাগুলোর অন্যতম। প্রথম চলচ্চিত্রের তারকা স্যাম ওয়ার্থিংটন, জো সালদানা, সিগর্নি ওয়েভার আবার পর্দায় ফিরে এসেছেন। সেই সঙ্গে বিশেষ ভূমিকায় অভিনয় করছেন কেট উইন্সলেট। ১৬ ডিসেম্বর থ্রিডি ও আইম্যাক্স পর্দায় বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’।  মুক্তির পর থেকেই বক্স অফিসে রাজত্ব চলছে সিনেমাটির।

সূত্র : ডেডলাইন, পিঙ্কভিলা

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments