Saturday, December 9, 2023
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAএক বাড়িতে তিন শিশুসহ ৭ লাশ

এক বাড়িতে তিন শিশুসহ ৭ লাশ

একটি বাড়ি থেকে তিন শিশুসহ সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের দক্ষিণ মোরহেডের একটি বাড়ি থেকে ওই সাতজনের লাশ উদ্ধার করে সেখানকার পুলিশ। খবর: এবিসি নিউজ

মোরহেড পুলিশ জানিয়েছে, প্রতিবেশীরা ৯১১ নম্বরে কল দিয়ে পুলিশকে ঘটনা জানায়। এরপরেই সেখানে পৌঁছে একসঙ্গে সাতজনের লাশ উদ্ধার করা হয়। তবে মৃত্যুর করাণ জানা যায়নি।

পুলিশের বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক ও তিনজন শিশু রয়েছে। বাড়িতে কোনো সহিংসতা বা জোরপূর্বক প্রবেশের চিহ্ন ছিল না। লাশগুলো সেন্ট লুইসের রামসে কাউন্টি মেডিকেল এক্সামিনারের অফিসে নিয়ে যাওয়া হয়েছে। যেখানে ময়নাতদন্ত করা হবে।

স্টার ট্রিবিউনে পাঠানো এক বিবৃতিতে মুরহেডের মেয়র শেলি কার্লসন বলেন, এটি একটি ভয়ঙ্কর ট্র্যাজেডি। ছুটির কাছাকাছি হওয়ায় এটি আরও মর্মান্তিক হয়ে উঠেছে।

মুরহেড পুলিশ ক্যাপ্টেন ডেরিক সোয়ানসন বলেছেন, তদন্ত চলছে। মৃত্যুর কারণ এবং নিহতদের শনাক্তকরণসহ আরও তথ্য পরে প্রকাশ করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments