Saturday, April 20, 2024
spot_img
Homeবিচিত্রএক বাঘাইড় মাছের দাম ৪৯ হাজার ৪০০ টাকা!

এক বাঘাইড় মাছের দাম ৪৯ হাজার ৪০০ টাকা!

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর ৭ নম্বর ফেরি ঘাটের নিচু এলাকায় এক জেলের জালে ৩৮ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

শনিবার ভোরের দিকে জেলে আক্কাছ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে আক্কাছ হালদার জানান, পদ্মা নদীতে প্রতিদিনের মতো শুক্রবার রাতে আমার কয়েকজন সহযোগীকে নিয়ে মাছ ধরতে যাই। জালে কোনো মাছ না ধরায় নদীতে জাল ফেলে বসে থাকি। শনিবার ভোরে জালে জোরে একটা ঝাঁকুনি দিলে বুঝতে পারি জালে বড় কোনো মাছ ধরা পড়েছে। তখন একটু সময় নিয়ে জাল টেনে তুলতেই দেখতে পাই বড় একটি বাঘাইড় মাছ। মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখের কাছে এক হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি করি।

এ বিষয়ে দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, ৩৮ কেজি ওজনের বাঘাইড় মাছটি এক হাজর ৩০০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৪০০ টাকায় কিনে নিয়েছি। মাছটি আমার আড়ত থেকে প্যাকেট করে ঢাকার গুলশানে এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি এক হাজার ৩৫০ টাকা দরে বিক্রি করে দিয়েছি। মাছটি বিক্রি করে প্রতি কেজিতে আমার ৫০ টাকা করে লাভ হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments