করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে বিশ্বজুড়ে। এমন পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার পাকিস্তানে করোনায় এক দিনে ১১১ জন মারা গেছেন। কোভিড–১৯ এর প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর এখন পর্যন্ত এই সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ বলে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন’র খবরে বলা হয়েছে।
ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী, পাকিস্তানে শুধু গতকাল বৃহস্পতিবার করোনায় মারা গেছেন ১১১ জন। আর সংক্রমিত হয়েছেন ২ হাজার ২৫৬ জন। এর আগে গত ১৫ জুন দেশটিতে এক দিনে সর্বোচ্চ ১২৪ জনের মৃত্যু হয়েছিল।
পাকিস্তানের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) জানায়, যুক্তরাজ্য করোনার নতুন ধরনের সংক্রমণের বিষয়ে পাকিস্তান সতর্ক। তবে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ফয়সাল সুলতান স্বীকার করেন, পাকিস্তানের স্বাস্থ্য খাতের বর্তমান অবস্থা এক হতাশাজনক চিত্র তুলে ধরছে। এশিয়ার অন্যান্য দেশের তুলনায় এ দেশের পরিস্থিতি খারাপ বলে ও জানিয়েছে এনএইচএস। পাকিস্তানের ন্যাশনাল হেলথ সার্ভিস। এ ছাড়া এনএইচএস এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানে করোনা পরিস্থিতি নজরে রাখা হয়েছে। যুক্তরাজ্য থেকে আসা সব বিমানযাত্রীকে পরীক্ষা করা হচ্ছে।