Wednesday, March 22, 2023
spot_img
Homeবিনোদনএক চলচ্চিত্র উৎসবে একসঙ্গে চার পুরস্কার

এক চলচ্চিত্র উৎসবে একসঙ্গে চার পুরস্কার

‘Dry fish Dry men’ ইংরেজিতে তৈরি এই তথ্যচিত্রটি বায়োস্কপে গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যালে চারটি বিভাগে সেরা  পুরস্কার জিতে নিল।

সমুদ্রের মৎস্যজীবী, তাদের মাছ ধরা, মাছ শুকনো করা এবং তাদের জীবনযাত্রার ওপর নির্মিত এই তথ্যচিত্রটি নির্মাণ করেছেন সামাজিক পটভ‚মিকায় স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাতা ডা. চন্দ্রগুপ্ত। এই তথ্যচিত্রের চিত্রনাট্য এবং আবহ সঙ্গীতও করেছেন তিনি।  

ছবিটি প্রযোজনা করেছেন কামাল আসগর। ভাষ্যপাঠ করেছেন সুপর্না এবং বিশেষ সহযোগিতা করেছেন সায়নী চক্রবর্তী। 

তথ্যচিত্রটি সম্পর্কে  পরিচালক জানান, সামাজিক পটভ‚মিকায় গবেষণামূলক আরও তিনটি তথ্যচিত্রের কাজে হাত দিয়েছেন। তিনি আরও জানান, ইতিমধ্যেই প্রান্তিক মানুষের উত্থান প্রসঙ্গে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সম্পাদনার কাজ শেষ হয়েছে।  

এই তথ্যচিত্রটি এখন পর্যন্ত দশটি দেশের আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে পাঠানো হয়েছে।  যার মধ্যে ঢাকার একটি চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। ভারতীয় ফিল্ম ফেস্টিভেল এর মধ্যে ছয়টি ফিল্ম ফেস্টিভ্যালে ইতিমধ্যেই মনোনীত হয়েছে ছ বলে তিনি জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments