মার্কেটিং, অ্যাকাউন্টস ও সেলস বিভাগে যাঁরা চাকরি করেন তাঁদের কাজের হিসাব দিতে হয় এক্সেলে। তাঁদের সুবিধার কথা চিন্তা করে মাইক্রোসফট টিমস সফটওয়্যারে ‘এক্সেল লাইভ’ নামের একটি ফিচার আনছে মাইক্রোসফট। এটি ব্যবহার করে ভার্চুয়াল মিটিংয়ে থেকে অন্য সহকর্মীর এক্সেল স্প্রেডশিট সম্পাদনা করা যাবে। হাইব্রিড ওয়ার্কের ধারণা বাস্তবায়নে আরো একটি ফিচার এনেছে তারা।
এখন থেকে মাইক্রোসফট টিমসে চ্যাট করার সময় ভিডিও ক্লিপও যুক্ত করা যাবে। এক মিনিটের ভিডিও রেকর্ড করে ভিনদেশে থাকা সহকর্মীকে পাঠানো যাবে। এটি কাজ করবে ভিডিও ভয়েস মেইল হিসেবে। এক্সেলের স্প্রেডশিট এডিট করার জন্য কম্পিউটারে এক্সেলও ইনস্টল করার প্রয়োজন নেই। ফ্লুইড ফ্রেমওয়ার্কে তৈরি ‘এক্সেল লাইভ’ ফিচারটি উন্মুক্ত করা হবে আগস্টে। মঙ্গলবার ‘কোলাবোরেটিভ অ্যানোটেশনস’ নামের একটি ফিচার যুক্ত করেছে মাইক্রোসফট। এটি ব্যবহার করে পাদটীকা হিসেবে ছবি আঁকা, ছোট ছোট পয়েন্ট লেখা ও প্রতিক্রিয়া জানানোর সুযোগ পাওয়া যাবে।
সূত্র : দ্য ভার্জ