Friday, June 9, 2023
spot_img
Homeআন্তর্জাতিকএকীভূত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুললো নরডিক ৪ দেশ

একীভূত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুললো নরডিক ৪ দেশ

রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় একীভূত নরডিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড ও ডেনমার্ক। এসব দেশের বিমান বাহিনীর কমান্ডাররা এ বিষয়ে একটি চিঠিতে স্বাক্ষর করেছেন। চারটি দেশের সশন্ত্র বাহিনীর শুক্রবারের এই বিবৃতি অনুযায়ী, এই প্রতিরক্ষা ব্যবস্থা যৌথভাবে কাজ করবে। এরই মধ্যে ন্যাটো যেভাবে অপারেশন পরিচালনা করে, তার ওপর ভিত্তি করেই এটা গড়ে তোলা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। ডেনমার্কের বিমান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল জান ড্যাম রয়টার্সকে বলেছেন, গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। তার প্রেক্ষিতেই এসব দেশের বিমানবাহিনী একীভূত হয়েছে। উল্লেখ্য, নরওয়ের হাতে আছে ৫৭টি এফ-১৬ যুদ্ধবিমান, ৩৭টি এফ-৩৫ যুদ্ধবিমান। ফিনল্যান্ডের হাতে আছে ৬২টি এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমান, ৬৪টি এফ-৩৫ যুদ্ধবিমান। ডেনমার্কের হাতে আছে ৫৮টি এফ-১৬ যুদ্ধবিমান।

২৭টি এফ-৩৫ যুদ্ধবিমান। অন্যদিকে সুইডেনের হাতে আছে কমপক্ষে ৯০টি গ্রিপেন যুদ্ধবিমান। তবে এসব যুদ্ধবিমানের মধ্যে কতগুলো অপারেশনে আছে তা পরিষ্কার জানা যায়নি। দেশ চারটির মধ্যে ওই চুক্তি স্বাক্ষরিত হয় গত সপ্তাহে জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে। এ সময় উপস্থিত ছিলেন ন্যাটোর এয়ার কমান্ডার চিফ জেনারেল জেমস হেক্যার। তিনি ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী দেখাশোনা করেন। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments