Wednesday, October 4, 2023
spot_img
Homeবিচিত্রএকাই ছ’জনকে ঘায়েল করলেন মহিলা! দুর্দান্ত সেই ভিডিও প্রকাশ্যে

একাই ছ’জনকে ঘায়েল করলেন মহিলা! দুর্দান্ত সেই ভিডিও প্রকাশ্যে

রাস্তায় বেরিয়ে অনেক সময় নানা সমস্যার মুখোমুখি হতে হয় মহিলাদের। কখনও তারা ইভটিজিংয়ের শিকার হন, কখনও আবার তাদের যৌন হেনস্থারও শিকার হতে হয়। গোটা বিশ্বে মহিলাদের নিরাপত্তা সব সময়েই একটা বড় প্রশ্ন।

এমন কিছু সমস্যার মুখোমুখি হয়ে নিজেদের কী ভাবে বাঁচাবেন, তার জন্য বহু মহিলাই প্রতিরোধের আটঘাট শিখে নেন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, নির্জন একটি রাস্তায় এক মহিলাকে ঘিরে ধরেছে ছ’জন। তাকে নানা ভাবে হেনস্থা করার চেষ্টা করছিল তারা। তাদের উচিত শিক্ষা দিলেন ওই মহিলা।

তাকে ঘিরে ধরে হেনস্তা করতেই পাল্টা প্রতিরোধ করলেন তিনি। মার্শাল আর্ট জানা ওই মহিলা একাই ছ’জনকে ঘুসি-লাথিতে ঘায়েল করলেন। ‘দ্যফিজেন’ নামে টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘মেয়েদের সঙ্গে পাঙ্গা নেবেন না।’ সূত্র: টাইমস নাউ।

ভিডিও লিংক: https://twitter.com/TheFigen/status/1535610309309874176?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1535610309309874176%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fworld%2Fwoman-fought-with-6-eveteasers-bravely-dgtl%2Fcid%2F1350425

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments