Monday, March 20, 2023
spot_img
Homeবিনোদনএকসঙ্গে অনেক রকম অনুভূতি কাজ করছে -পারসা ইভানা

একসঙ্গে অনেক রকম অনুভূতি কাজ করছে -পারসা ইভানা

কাজল আরেফিন অমি পরিচালিত সময়ের জনপ্রিয় ধারবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ যুক্ত হয়েছে আরও একটি চরিত্র। ইভা নামের নতুন চরিত্রের আগমন ঘটেছে নাটকটির চতুর্থ সিজনের গত শুক্রবারের পর্বে। আর সেই ইভা চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার পরিচিত মুখ পারসা ইভানা। প্রথম পর্ব প্রচারের পর থেকে সাড়া কেমন পাচ্ছেন? পারসা বলেন, অসাধারণ সাড়া পাচ্ছি। এ কারণেই একসঙ্গে অনেক রকম অনুভূতি কাজ করছে। ভীষণ ভালো লাগা কাজ করছে। আসলে অভিনেত্রী হিসেবে আমি আমার চরিত্রটি দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করার সর্বোচ্চ চেষ্টা করি। আর ‘ব্যাচেলর পয়েন্ট’ এর চরিত্রটা বলতে পারেন আমার অন্যতম পছন্দের একটি চরিত্র।এখন বাকিটা দর্শক আগামীতে বলতে পারবেন, কতটুকু ভালোভাবে চরিত্র ফুটিয়ে তুলতে পেরেছি।

এ নাটকে অভিনয় করে কয়েকজন শিল্পী মিডিয়ায় বেশ শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। এই নাটক আপনার ক্যারিয়ারেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কিনা? এ অভিনেত্রী বলেন, আমি কখনও ভাবতেও পারিনি ‘ব্যাচেলর পয়েন্ট’র একজন সদস্য হতে পারবো। স্বপ্ন নিজে এসে ধরা দেয়ার মতো অবস্থা হয়েছে। যতটুকু জানি, এমন কেউ নেই যে এ নাটকটি দেখে না। আমার মনে হচ্ছে, আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হবে ‘ব্যাচেলর পয়েন্ট’। ঈদ উপলক্ষে কোনো নাটকে অভিনয় করা হচ্ছে? পারসা ইভানা বলেন, ঈদের কাজ খুব বেশি করিনি। তবে যে কয়েকটা কাজ করেছি সেগুলো আশা করি দর্শকদের ভালো লাগবে। তার মধ্যে একটি হচ্ছে ‘ব্যাডবাজ’। যেটাতে কাজল আরেফিন অমি ভাইয়ার নির্দেশনাতেই অভিনয় করেছি।

শুটিংও শেষ হয়েছে ইতোমধ্যে। এছাড়া পনির খানের নির্দেশনায় ‘নার্ভাস ব্রেকডাউন’ নামের একটি নাটকে কাজ করেছি। বাকিগুলো এখনও কাজ চলছে। ঈদের পরিকল্পনা কী? পারসা বলেন, ঈদ নিয়ে সেরকম চিন্তা-ভাবনা এখন আর করা হয় না। ছোট বেলায় ঈদের আগে খুব এক্সাইটমেন্ট কাজ করতো। এখন ঈদ মানে অনেক দায়িত্ব। তবু প্রতিবারের মতো এবারও পরিবারের সাথে এবং বান্ধবীদের সঙ্গে ঈদ কাটানোর পরিকল্পনা আছে। আর সবাই মিলে ঈদের নাটক দেখবো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments