Wednesday, October 4, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিএকবার চার্জে ৯০ কিলোমিটার চলবে ই-সাইকেল

একবার চার্জে ৯০ কিলোমিটার চলবে ই-সাইকেল

ভারতের বাজারে নতুন ই-সাইকেল নিয়ে এসেছে ফায়ারফক্স। যা অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। ই-সাইকেলটির সব ফিচার সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য রয়েছে ফায়ারফক্স ফিট অ্যাপ।

জার্মান প্রযুক্তির উপর নির্ভর করেই এটি তৈরি করা হয়েছে। এই ইলেকট্রিক সাইকেলটির নামকরণ করা হয়েছে আরবান ইকো।

অন্যান্য ই-সাইকেলের মত এতেও রয়েছে প্যাডেল অ্যাসিস্ট। অর্থাৎ উঁচু রাস্তায় ওঠার সময় কিংবা অন্যান্য প্রয়োজনে প্যাডেল করেও একে চালানো যাবে। এতে পাঁচ ধরনের প্যাডেল অ্যাসিস্ট মোড রয়েছে। এর মধ্যে বিভিন্ন সময়ে ইলেকট্রিক মোটরের কার্যকারিতা বাড়াতে কিংবা কমাতে পারবেন।

এতে ১০ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। প্যাডেল সহযোগে একবার চার্জে প্রায় ৯০ কিলোমিটার পথ চলা যাবে। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৫ কিলোমিটার। ই-সাইকেলটি সম্পূর্ণ চার্জ করতে সময় লাগবে প্রায় ৫ ঘণ্টা।

ই-সাইকেলটিতে রয়েছে ফ্ল্যাট হ্যান্ডেলবার, পর্যাপ্ত রোড গ্রিপ এবং সেফটির জন্য উভয় চাকায় ডিস্ক ব্রেক। এতে রয়েছে একটি মাত্র পাওয়ার বাটন। এর সাহায্যে সহজেই সাইকেলটি চালু কিংবা বন্ধ করা যাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments