Monday, March 27, 2023
spot_img
Homeবিনোদনএই প্রথমবার অস্কারে দেখা যাবে না 'রেড কার্পেট'

এই প্রথমবার অস্কারে দেখা যাবে না ‘রেড কার্পেট’

বছরের পর বছর ধরে একাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে অনেক কিছুই পরিবর্তিত হয়েছে, কিন্তু গত ছয় দশক ধরে যে জিনিসটি অপরিবর্তিত রয়ে গেছে তা হলো: ‘লাল গালিচা’ বা ‘রেড কার্পেট’। এবার পরিবর্তনের ছোঁয়া লাগলো সেখানেও। বুধবার হলিউডের ডলবি থিয়েটারের বাইরে, আয়োজকরা একটি শ্যাম্পেন-রঙের কার্পেট খুলেছিলেন। রবিবার ৯৫ তম অস্কারের মঞ্চে হোস্ট করছেন জিমি কিমেল। কিমেলের মতে, ”আমি মনে করি লাল গালিচার পরিবর্তে শ্যাম্পেন রঙের গালিচা ব্যবহার করার সিদ্ধান্তটি দেখায় যে আমরা কতটা আত্মবিশ্বাসী। ”রঙ পরিবর্তন করার সিদ্ধান্তটি দেন অনুষ্ঠানের ক্রিয়েটিভ পরামর্শদাতা তথা ভোগ ম্যাগাজিনের অন্যতম সদস্য লিসা লাভ এবং। তাঁর সঙ্গে ছিলেন নিউ ইয়র্কের গ্ল্যামার দুনিয়ার বিখ্যাত মানুষ রাউল অ্যাভিলা। এই বছর কার্পেটটি আংশিকভাবে আচ্ছাদিত করা হবে, হলিউডের তারকা এবং তাঁদের অনুসরণকারী ক্যামেরাগুলিকে বাইরের আবহাওয়া থেকে রক্ষা করার জন্য।   এছাড়াও অস্কারের ইভেন্টে চিরাচরিত কালো টাই ড্রেস কোডও অমিল থাকতে পারে। কারণ অনুষ্ঠানটি হচ্ছে দিনের আলোতে, যে সময়ে অথিতিরা আসবেন তখন পড়ন্ত বেলা।

তাই রেড কার্পেটের সময় সেই বিষয়টিও মাথায় রাখা হচ্ছে। লাভ অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন- ”আমরা একটি দিনের ইভেন্টকে  রাতের ইভেন্টে পরিণত করেছি। কারণ অনুষ্ঠানটি হচ্ছে বিকেল ৩ টায়। ”অস্কারের রেড কার্পেট ইভেন্ট প্রথম অনুষ্ঠিত হয় ১৯৬১ সালে। সান্তা মনিকা সিভিক অডিটোরিয়ামে বিলি ওয়াইল্ডারের “দ্য অ্যাপার্টমেন্ট” সেরা ছবির খেতাব জিতেছিলো। বার্ট ল্যাঙ্কাস্টার এবং এলিজাবেথ টেলর সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন। হেইলি মিলস তার ‘পলিয়ানা’ ছবির জন্য সেরা শিশু শিল্পীর পুরস্কার পান। এবিসি মারফত সম্প্রচারিত এটি ছিল তখন প্রথম টেলিভিশন অনুষ্ঠান। বব হোপ অনুষ্ঠানের সভাপতিত্ব করেছিলেন। লাভের মতে পুরোনো ঐতিহ্য থেকে বেরিয়ে এসে অস্কার ইভেন্টে যে পরিবর্তনের ছোঁয়া লেগেছে তা নিয়ে বিতর্ক থাকা উচিত নয়। কারণ অনুষ্ঠান চলাকালীন সূর্যাস্তকে উদ্ভাসিত করতে সিয়েনা, জাফরান রং বেছে নেয়া হয়েছে যা মন ছুঁয়ে যাবে অতিথি -অভ্যাগতদের। একাডেমির সিইও বিল ক্রেমার এই পরিবর্তনকে অনুমোদন করেছেন। অনুষ্ঠানের ক্রিয়েটিভ পরামর্শদাতা লিসা লাভের মতে, কেউ কেউ এই পরিবর্তন নিয়ে সমালোচনা করবেন, ভুল খুঁজে বের করার চেষ্টা করবেন। তাদের উদ্দেশে বলতে চাই যে আগামী দিনে সর্বদা শ্যাম্পেন রঙের কার্পেটেই অস্কার ইভেন্ট হবে এমনটা নয়। “৯৫ তম অস্কার” রেড কার্পেট” ইভেন্ট রবিবার বিকাল ৩:৩০ টায় শুরু হবে। এবিসিতে সরাসরি সম্প্রচার করা হবে গোটা অনুষ্ঠান।

সূত্র : apnews

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments