চ্যাটজিপিটির তুমুল জনপ্রিয়তায় অনুপ্রাণিত হয়ে এআই খাতে বিশেষ নজর দিচ্ছে চীন সরকার। আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে সাংহাইকে এআই শিল্পের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে আর্থিক সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছে তারা। সম্প্রতি সাংহাইয়ের লিনগ্যাংগ বিশেষ অঞ্চলে আয়োজিত দুই দিনব্যাপী গ্লোবাল এআই ডেভেলপার কনফারেন্সে এই ঘোষণা দেন সরকারের উচ্চপদস্থ ব্যক্তিরা। ২০২৫ সাল নাগাদ এআই নিয়ে কাজ করা জনবল ২০ হাজার থেকে ৩০ হাজার এবং এআই কম্পানির সংখ্যা ৫০০-তে উন্নীত করতে এই অর্থ বিনিয়োগ করবে সরকার। চীনে এআই নিয়ে কাজ করা জনবলের এক-তৃতীয়াংশই সাংহাইয়ে বসবাস করে। দিসুই লেক এআই ইনোভেশন পোর্টকে তারা দেশের এআই শিল্পের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চায়। এখানে এআই সফটওয়্যার, চিপ, কোয়ান্টাম কম্পিউটিং, মেটাভার্স ও অন্যান্য প্রযুক্তির উন্নয়ন ঘটানো হবে।
সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট