Wednesday, June 12, 2024
spot_img
Homeখেলাধুলাঋদ্ধিমানকে বাদ দেওয়ার কারণ জানালেন কোচ দ্রাবিড়

ঋদ্ধিমানকে বাদ দেওয়ার কারণ জানালেন কোচ দ্রাবিড়

ভারতের টেস্ট দল থেকে বাদ পড়ে মেজাজ হারিয়েছেন ঋদ্ধিমান সাহা। ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক চেতন শর্মাকে একহাত নিলেন তিনি। এরপর এ উইকেটকিপার বললেন, রাহুল দ্রাবিড় তাকে অবসর নিতে বলেছিলেন। 

সৌরভ-কোহলি ইস্যুর এখন ভারতীয় ক্রিকেটের নতুন বিতর্কের বিষয় ঋদ্ধিমান। ইতোমধ্যে এই ইস্যুতে ভারতীয় ক্রিকেট উত্তপ্ত। 

এরমধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ভারত দলের কোচ রাহুল দ্রাবিড়। 

জাতীয় দল থেকে ঋদ্ধিমানকে বাদ দেওয়ার কারণও জানিয়েছেন তিনি। 

ঋদ্ধিমানকে বাদ দেওয়ার কারণ জানিয়ে রাহুল দ্রাবিড় বলেন, ‘আমাদের এই বছর মাত্র তিনটা টেস্ট (পাঁচটা) আছে। ঋষভ ইতোমধ্যেই উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আমরা এখন তরুণ একজনকে বেড়ে উঠার সময় দিতে চাই। এটাই আসলে। কিন্তু এর মানে এই না যে ঋদ্ধির অবদানের প্রতি আমাদের সম্মান কমে গেছে।’


ঋদ্ধিমানের বিস্ফোরক সব মন্তব্যে কষ্ট পাননি জানিয়ে রাহুলের মন্তব্য, তাদের দুজনের আলাপ গণমাধ্যমে প্রকাশ না করাই উচিত ছিল। 

দ্রাবিড় বলেন, ‘আমি একেবারেই কষ্ট পাইনি। কারণ আমি এমন প্রত্যাশা করি না যে খেলোয়াড়দের সবসময় সব বার্তা পছন্দ হবে অথবা তারা সব মেনে নেবে আমি যা বলব। আর ভারতের ক্রিকেটে ঋদ্ধিমান সাহার অবদানের প্রতি অনেক সম্মান জানাই। তার সঙ্গে হওয়া আমার কথাবার্তাও সম্মানের জায়গা থেকেই ছিল। সে সততা ও পরিচ্ছন্নতা প্রাপ্য। কিন্তু আমি চাইনি বিষয়টি সে মিডিয়া থেকে শুনুক। এই ধরনের কথা খেলোয়াড়দের সঙ্গে আমার নিয়মিত হয়।’

এরপর দ্রাবিড় বলেন, ‘প্রতি ম্যাচের আগে যখন একাদশ সাজাই, এমনকি এখনও। আমি অথবা রোহিত বাদ পড়াদের সঙ্গে কথা বলি। কেন বাদ পড়ল এমন প্রশ্নের উত্তর দিতেও তৈরি আছি। কেন ওই একাদশটা খেলছে, এর উত্তর দিতেও।’

প্রসঙ্গত, জাতীয় দল থেকে বাদ পড়ার ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে ঋদ্ধিমান সাহা বলেন,নির্বাচক চেতন শর্মার কাছে আমি জানতে চাই- কেন, আমার বয়স, পারফরম্যান্স নাকি ফিটনেসের কারণে এই সিদ্ধান্ত? তিনি বলেন, ফিটনেস এবং পারফরম্যান্স মোটেই সমস্যা নয়। আমরা নতুন ক্রিকেটার তুলে আনতে চাইছি। যদি কাউকে আমরা বাছি, তাহলে তাকে না খেলিয়ে বাদ দেওয়া যায় না। এ কারণেই এখন থেকে তুমি জাতীয় দলে বিবেচনায় থাকবে না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments