নিউইয়র্কের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উল্লাপাড়া সোসাইটি অব ইউএসএ ইন্ক এর বারবিকিউ ২০২০ ইং অনুষ্ঠিত হয় গত ৩০ শে আগষ্ট রবিবার লং আইল্যান্ডের বেলমন্ড লে পার্কে। সুন্দর মনোরম ও আনন্দ মুখর পরিবেশে গত ৪ বৎসর ন্যায় ৫ম বার বি কিউ পার্টি শুরু হয় দুপুর ১২:৩০ মি। সংগঠনের সভাপতি মোঃ রাকিবুজ্জামান খান (তনু) করোনা ভাইরাসের জন্য বিশাল আয়োজনের অনুমতি না দিলেও প্রায় ২০/২২ টি পরিবার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময়ে অংশ গ্রহন করেন। দীর্ঘ দিন লকডাউনের কারনে সৌহাদ্য সম্মৃতি ও সরাসরি সাংক্ষাতের খুব বেশি আগ্রহ দেখা যায়। সংগঠনের উপদেষ্টা ও বেঈল পরেটার সত্ত্বাবিকারী মো: শমিম আহমেদ ভাইয়ের নিজ হাতে বানানো সুসাধু , চটপটি পরিবেশন করেন – এলাহী তালুকদার মসিতুল্লাহ, মাসুম ও জাকির হাসান। বার বি কিউ এর বিশেষ অভিজ্ঞ সম্পন্ন রাধুনী মো: জহুরুল ইসলাম, মো: শফিউল আলম, ইঞ্জি সামসুল ইসলাম তাদেরকে সহযোগীতা করেন সাহাদৎ হোসেন, মেহেদী হাসান, আবু মুসা, নাসিমা খাতুন, সারমিন সুলতানা ও মনিকা পারভিন রুনা। মাসালা চিকেন ফ্রাই এর কাজে ছুটে আসেন লং আইল্যান্ড থেকে মোহাম্মদ টিপু খান, ব্রঙ্কস থেকে সাধারন সম্পাদক মো: রফিকুল ইসলাম, সিদ্দিকুর রহমান (লিটন) মো: কামরুজ্জামান টিপু সুলতান, ইবনে জুবাইর, সাইফুল ইসলাম ও সবুজ। উপসর্গ থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য সংগঠনের সভাপতি তনু খান প্রতিটি টেবিলে সাবান পানি ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এর ব্যবস্থা করেন। এই আয়োজনটি ছিল একটু ব্যতিক্রম। যেমন ক্রিকেট প্রতিযোগীতা, মহিলাদের রশি টানা টানি ছোট ৪/৫ বৎসর ছেলে মেয়েদের ফুটবল খেলা ও যেমন খুশি তেমন সাঝে। ঈড়ারফ – ১৯ এর কারনে সবাই প্রায় গৃহবন্দী ছিলো। ৬/৭ মাস পরে পরিবার পরিজন সহ একজি হতে পেরে আনন্দ মেতে ওঠেন। আর ছোট ছোট বাচ্চারা নীল আকাশের নীচে খোলা মেলা জায়গায় এদিক – সেদিক খেলাধূলায় ব্যস্ত হয়ে পরে। দিনভর আয়োজনের আরো ছিলো সু স্বাদু রসালো তরমুজ, বিরানী, ঝাল মুড়ি, চা ও ফিরনী। খাবার পরিবেশনের দায়িত্বে ছিলেন মো: শফিউল আলম, এলাহী তালুকদার। বিশেষ অতিথী ছিলেন রূপসী চাদপুর ফাউন্ডেশনের সভাপতি মামুন মিয়াজী সম্মানিত অতিথী ছিলেন ইঞ্জি: এইচ এম শহিদ, সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সংবাদিক মনোয়ারুল ইসলাম। সংগঠনের আলোচনায় ছিল আগামী সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে ঈদ পুনর্মিলনী নতুন কমিটি গঠন ও কবর স্থান ক্রয় ও বিবিধ পরিচালনা করেন সাধারন সম্পাদক মো: রফিকুল ইসলাম। সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ ও সুস্বাস্থ্য কামনা করে সমাপ্ত ঘোষনা করেন।