Sunday, April 2, 2023
spot_img
Homeআন্তর্জাতিকউপস্থাপিকাদের ‘নেকাব পড়ে’ টিভির পর্দায় আসার নির্দেশ তালেবানের

উপস্থাপিকাদের ‘নেকাব পড়ে’ টিভির পর্দায় আসার নির্দেশ তালেবানের

বৃহস্পতিবার জারিকৃত নতুন ডিক্রিতে আফগানিস্তানের বর্তমান শাসক তালেবান টিভিতে কাজ করা সকল নারী কর্মীদের নির্দেশ দিয়েছে, পোগ্রাম করার সময় যেন তারা নেকাব পড়ে এরপর টিভির পর্দায় আসেন। 

আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় বলেছে,  আফগানিস্তানের সকল গণমাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়েছে। 

এর আগে জাতিসংঘের আফগানিস্তান মিশনে কাজ করা সকল নারীকে বোরখা পড়ার নির্দেশ দেয় তালেবান। এরপর গণমাধ্যমের উপস্থাপিকাদের নেকাব পড়তে বলেছে তারা।

এর আগে ৭ মে ডিক্রি জারি করে বাইরে বোরখা পড়ার নির্দেশনা জারি করে তালেবান সরকার। 

জনসমক্ষে নারীদের মুখ ঢেকে রাখার নির্দেশ দেন আফগানিস্তানের সর্বোচ্চ নেতা। ওই সময় এ সংক্রান্ত ডিক্রিটি জারি করা হয়।

তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুনজাদার জারি করা ওই ডিক্রিতে বলা হয়েছিল- নারীদের একটি চাদোরি (মাথা থেকে পা পর্যন্ত বোরকা) পরা উচিত, কারণ এটি ঐতিহ্যবাহী এবং সম্মানজনক।

ধর্ম প্রচার ও অধর্ম প্রতিরোধ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র কাবুলে এক সংবাদ সম্মেলনে শীর্ষনেতা হাইবাতুল্লাহ আখুনজাদার ডিক্রিটি পড়ে শোনান।

ওই ডিক্রিতে বলা হয়েছিল যদি কোনো নারী বোরকা পড়ার নির্দেশনা না মানেন তাহলে ওই নারীর বাবা-মা ও পুরুষ আত্মীয়দের গ্রেফতার ও শাস্তি দেওয়া হবে।

সূত্র: এনডিটিভি, আল জাজিরা

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments