বাংলাদেশের বাজারে এলো হাইপারচার্জ পাওয়ার হাউস স্মার্টফোন শাওমি ১১আই হাইপারচার্জ ফাইভজি এবং ফটোগ্রাফি ফ্ল্যাগশিপ ফোন ‘রেডমি নোট ১১এস’।
শাওমি ১১আই হাইপারচার্জ ফাইভজি ফোনটিতে রয়েছে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি, যা ৪৫০০ এমএএইচের ব্যাটারি মাত্র ১৫ মিনিটে সম্পূর্ণ চার্জ করতে পারবে। স্মার্টফোনটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ১২০ হার্জ অ্যামোলেড ডটড্রপ ডিসপ্লে, যা ১২০০ নিট ব্রাইটনেস সমর্থন করে। ফোনটির ৬+১২৮ গিগাবাইট সংস্করণের দাম ৩৯ হাজার ৯৯৯ টাকা আর ৮+১২৮ গিগাবাইট সংস্করণের দাম ৪২ হাজার ৯৯৯ টাকা।
অন্যদিকে ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের রেডমি নোট ১১এসে পাওয়া যাবে ফ্ল্যাগশিপ লেভেলের ফটোগ্রাফি, সঙ্গে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। আর সামনে দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রেডমি নোট ১১এসের ৬+১২৮ গিগাবাইট সংস্করণের দাম ২৭ হাজার ৯৯৯ টাকা এবং ৮+১২৮ গিগাবাইট সংস্করণের দাম ২৯ হাজার ৯৯৯ টাকা।