বাংলাদেশের বাজারে দেশে তৈরি অপোর এফ সিরিজের নতুন ডিভাইস ‘অপো এফ২১ প্রো’ উন্মোচন করা হয়েছে। গত ১০ এপ্রিল রাজধানীর স্থানীয় একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এর উন্মোচন করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের প্রধান নির্বাহী ড্যামন ইয়াং এবং অপোর মূল অপারেটর পার্টনার গ্রামীণফোনের প্রতিনিধিরা। ফোনটির বিশেষত্ব মাইক্রোলেন্স ক্যামেরা।
এতে রয়েছে সনি আইএমএক্স৭০৯ ফ্ল্যাগশিপ সেলফি সেন্সর। ডিভাইসটি ৩০এক্স ম্যাগনিফিকেশন পর্যন্ত মাইক্রোলেন্স সমর্থন করে। ডিভাইসটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬এনএম অক্টা-কোর প্রসেসর ও র্যাম এক্সপেনশন প্রযুক্তিসহ (৫ গিগাবাইট পর্যন্ত র্যাম বৃদ্ধির সুবিধা পাওয়া যাবে) ৮ গিগাবাইট র্যাম ও ১২৮ গিগাবাইট রম। এ ছাড়া ৬.৪ ইঞ্চি ৯০ হার্জ অ্যামোলেড ডিসপ্লের স্মার্টফোনটিতে আছে ৪৫০০ মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধাসহ ৩৩ ওয়াট সুপারভোক চার্জিং প্রযুক্তি। দাম ২৭ হাজার ৯৯০ টাকা। ১১ এপ্রিল থেকে এর প্রি-অর্ডার শুরু হয়েছে। বিক্রি শুরু হবে ১৮ এপ্রিল।