Saturday, April 1, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিউত্তর কোরিয়ার আইটিকর্মী নিয়োগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

উত্তর কোরিয়ার আইটিকর্মী নিয়োগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

নিজেদের পরিচয় লুকিয়ে রেখে উত্তর কোরিয়ার আইটিকর্মীরা অর্থ চুরি করার জন্য চাকরি নিচ্ছে। এ ব্যাপারে প্রযুক্তি কম্পানিগুলোকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার অস্ত্রের ভাণ্ডার সমৃদ্ধ করতে তারা অর্থের জোগান দিতে সহায়তা করছে। আইটি খাতে দক্ষ লোকবলের চাহিদা আছে।

সফটওয়্যার, অ্যাপ নির্মাতারা ফ্রিল্যান্সার হিসেবে চুক্তিভিত্তিক কাজ করে। সরাসরি অফিসে এসে কাজ করতে হয় না বলে তাদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়। সাইবার অপরাধের সঙ্গে না জড়ালেও চুক্তিকারীদের কাছ থেকে বিভিন্ন নেটওয়ার্কে প্রবেশের সুযোগ পায়। এরপর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে অর্থ হাতিয়ে নিতে সক্ষম হয়। তাই জেনেবুঝে উত্তর কোরিয়ার আইটিকর্মী নিয়োগ দিলে আইনি জটিলতায় পড়তে হবে যুক্তরাষ্ট্রের চুক্তিকারীদের। সম্মিলিতভাবে ইউএস স্টেট ডিপার্টমেন্ট, ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট ও ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।    সূত্র : বিবিসি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments