Friday, March 24, 2023
spot_img
Homeবিনোদনউচ্ছ্বসিত মাহি

উচ্ছ্বসিত মাহি

দর্শকপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। যদিও বর্তমানে শোবিজ অঙ্গন থেকে খানিকটা দূরে। সাম্প্রতিক সময়ে রাজনীতির মাঠে তাকে বেশ সক্রিয় দেখা গেছে। ব্যক্তিগত জীবনে অভিনেত্রী ২০১৫ সালে সিলেটের এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হয় তার। তবে সংসার জীবনের পাঁচ বছরের মাথায় ইতি টানেন এই সম্পর্কের। আর এই বিচ্ছেদের চার মাস পর বিয়ে করেন গাজীপুরের ব্যবসায়ী এবং রাজনীতিক রকিবকে। নিজেদের সংসার জীবনেও বেশ সুখীই দেখা যায় তাদের। বর্তমানে মাহি ৮ মাসের অন্তঃসত্ত্বা। তবে এরমধ্যে স্বামীর ডিভোর্সের খবরে উচ্ছ্বসিত দেখা গেছে নায়িকাকে। মাহিকে নিয়ে স্বামী তার ফেসবুক ওয়ালে লেখেন, আমার একমাত্র বউয়ের চিত্রধারক আমি।

আর রকিবের ফেসবুক ওয়ালের দু’টি ছবি পোস্ট করে মাহি লিখেন, আজকের তারিখটা স্বর্ণাক্ষরে লিখে রাখবো প্রিয় ডায়েরিতে। তোমার এই একটা লাইনের জন্য আমি যুগ যুগ ধরে অপেক্ষা করেছিলাম। প্রিয়তম, তোমার এই একমাত্র বৌয়ের একমাত্র ব্যক্তিগত চিত্রধারক মৃত্যু পর্যন্ত তুমিই থাকবে ইনশাআল্লাহ, ভালোবাসি তোমাকে। মূলত বর্তমান স্বামীর আগের স্ত্রীর ডিভোর্সের বিষয়টি প্রকাশ করায় এবং নিজের স্ত্রীকে ভালোবাসার চোখে দেখায় উচ্ছ্বসিত হয়ে মাহি এমন পোস্ট করেছেন বলে মনে করছেন নেটিজেনরা। মাহির পোস্টের বিপরীতে তাদের মঙ্গল এবং সংসারের দীর্ঘায়ু কামনা করেছেন অনেকেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments