কম্পিউটারে কাজ করার সময় আপনি নিজে যা দেখছেন তা অনেক সময় সহকর্মী বা বন্ধুকে দেখানোরও প্রয়োজন পড়ে। স্ক্রিনশট নিয়েই এ সমস্যার সমাধান করা যায়। চলুন উইন্ডোজ ১১ চালিত কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার তিনটি উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক।
পুরো স্ক্রিনের স্ক্রিনশট
কম্পিউটারের পুরো স্ক্রিনটি সেভ করতে চাইলে কি-বোর্ডের ওপরের সারির ডান দিকে থাকা ‘প্রিন্ট স্ক্রিন’ বাটন চাপতে হবে।
এরপর পেইন্ট অ্যাপে গিয়ে ‘কন্ট্রোল+ভি’ চাপতে হবে। এরপর ফাইলটি ডেস্কটপে সেভ করতে হবে।
আংশিক স্ক্রিনশট
সব সময় যে পুরো স্ক্রিন সেভ করার প্রয়োজন পড়ে তা নয়। অংশবিশেষ সেভ করে রাখার জন্য ব্যবহার করতে পারেন স্নিপিং টুল মেন্যু। উইন্ডোজ+শিফট+এস বাটন চাপলেই স্ক্রিন ফ্ল্যাশ করবে এবং স্ক্রিনের ওপরের দিকে একটি স্নিপিং টুল মেন্যু আসবে। সেখানে পাবেন—
রেক্ট্যাঙ্গুলার স্নিপ : নির্দিষ্ট একটি অংশ বক্স আকারে কেটে নেওয়া যাবে।
ফ্রিফর্ম স্নিপ : স্ক্রিনের আংশিক যেকোনো শেপে কেটে নেওয়া যাবে।
উইন্ডো স্নিপ : যে উইন্ডো খুলে রাখা হয়েছে সেটার স্ক্রিনশট নেওয়া যাবে।
ফুল স্ক্রিন স্নিপ : প্রিন্ট স্ক্রিন বাটনের মতো পুরো স্ক্রিন কেটে নেওয়া যাবে।
স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে একটি পপআপ নোটিফিকেশন দেখা যাবে।
সেখানে ক্লিক স্নিপ অ্যান্ড স্কেচ অ্যাপে স্ক্রিনশটটি দেখা যাবে। চাইলে স্ক্রিনশটটি সেখানে এডিট (ক্রপ বা কালার) করা যাবে। অ্যাপ্লিকেশনটির ডান পাশে থাকা সেভ আইকনে ক্লিক করলে পছন্দমতো নাম দিয়ে ফাইলটি সেভ করা যাবে।
স্নিপিং টুল দিয়ে স্ক্রিনশট
উইন্ডোজ ১১-তে আরো আছে বিল্ট ইন স্নিপিং টুল। সার্চ বারে স্নিপিং টুল লিখলেই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন।
এতে ক্লিক করলে মিনি স্নিপিং টুল মেন্যু হাজির হবে। এতেও আছে রেক্ট্যাঙ্গুলার, ফ্রিফর্ম, উইন্ডো, ফুল স্ক্রিনশট নেওয়ার অপশন। তবে বাড়তি হিসেবে আছে ‘ডিলে’ ফিচার। এর মাধ্যমে এক থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে অথবা তাৎক্ষণিকভাবে স্ক্রিন শট নেওয়া যাবে। নির্ধারিত সময়ের পর স্ক্রিনশট নেওয়ার অপশন আসবে। স্ক্রিনশট নেওয়া শেষে ফাইলটি ডেস্কটপে সেভ করতে হবে।
সূত্র : সিনেট