Thursday, June 1, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিউইন্ডোজ ব্যবহারের ধরন পাল্টে দেবে কোপাইলট

উইন্ডোজ ব্যবহারের ধরন পাল্টে দেবে কোপাইলট

উইন্ডোজ ১১তে এআই অ্যাসিস্ট্যান্ট কোপাইলট যুক্ত করছে মাইক্রোসফট। সরাসরি উইন্ডোজ ১১-এর টাস্কবারে এটি পাওয়া যাবে। কর্টানার (উইন্ডোজ ১০) মতোই সার্চবারের পাশে জায়গা পাবে এটি। একবার ওপেন করলে যেকোনো অ্যাপ, প্রগ্রাম ব্যবহারের সময় সাইডবারে ছায়াসঙ্গী হিসেবে থাকবে কোপাইলট।

কাজের সময় ব্যক্তিগত সহকারীর ভূমিকা পালন করবে। মাইক্রোসফটের উইন্ডোজ ও ডিভাইস বিভাগের প্রধান প্যানোস প্যানে বলেন, যেকোনো কাজ করতে, কম্পিউটারের সেটিংস কাস্টমাইজ করতে বা অ্যাপ ব্যবহারে ব্যবহারকারীকে এটি বেশ সাহায্য করবে।

অ্যাপে কোনো কনটেন্ট সংক্ষিপ্ত করা, পুনরায় লেখা বা ব্যাখ্যা করার সুবিধা দেবে কোপাইলট। সার্চ ইঞ্জিনে যেসব প্রশ্ন সার্চ করা হয় সেগুলোর উত্তরও দেবে।

যেমন—মুড অনুযায়ী কোন গান শোনা যেতে পারে, সেই পরামর্শও দেবে এই এআই অ্যাসিস্ট্যান্ট কোপাইলট। সেটিংসে অ্যাডজাস্ট করতে অসংখ্য অপশন এনে হাজির করবে চোখের পলকে। ব্যবহারকারীকে খুঁজে খুঁজে আর অপশন বের করতে হবে না। মোটকথা, উইন্ডোজ ব্যবহারের ধরনই পাল্টে দেবে কোপাইলট।

আগামী জুন থেকে কোপাইলট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো শুরু করবে মাইক্রোসফট। এরপর টুলটি উন্মুক্ত করা হবে।        

সূত্র : দ্য ভার্জ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments