উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য নতুন হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ উন্মুক্ত করেছে মেটা। নিজের ফেসবুক পেজ থেকে বুধবার এই ঘোষণা দেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। এ ছাড়া ভিন্ন একটি ব্লগ পোস্টে মেটা জানায়, নতুন সংস্করণের ডেস্কটপ অ্যাপটির নাম হোয়াটসঅ্যাপ ফর উইন্ডোজ। এটি দ্রুত লোড হবে। ইন্টারফেসও হবে মোবাইলের মতো। এটি ডাউনলোড করা যাবে মাইক্রোসফট স্টোর থেকে। অ্যাপটির মাধ্যমে একসঙ্গে সর্বোচ্চ আটজন পর্যন্ত ভিডিও চ্যাট করা যাবে। অডিও কলে যুক্ত করা যাবে সর্বোচ্চ ৩২ জনকে। সময়ের সঙ্গে সঙ্গে এই সীমা আরো বাড়ানো হবে। নতুন মাল্টিডিভাইস সক্ষমতা যুক্ত করার ফলে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চারটি ডিভাইসে চালানো যাবে। প্রতিটি ডিভাইসে চ্যাট হিস্ট্রি লিংক হবে, লোডও হবে দ্রুত। এ ছাড়া লিংক প্রিভিউ দেখা যাবে। স্টিকারও ব্যবহার করা যাবে। অন্যান্য প্ল্যাটফরম চালিত ডিভাইসের জন্যও নতুন হোয়াটসঅ্যাপ আনতে যাচ্ছে মেটা। অ্যানড্রয়েড ট্যাবলেট ও ম্যাক কম্পিউটারের জন্য তৈরি হোয়াটসঅ্যাপ অ্যাপ এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে। অচিরেই এগুলো উন্মুক্ত করা হবে।
সূত্র : লাইভ মিন্ট