স্বাস্থ্য বাতায়নের মাধ্যমে বহুমাত্রিক ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ায় ‘ইনোভেটিভ ই-হেলথ সলিউশন অ্যাওয়ার্ড প্রাইভেট সেক্টর’ ক্যাটাগরিতে ‘উইটসা গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১’ পেয়েছে সিনেসিস আইটি লিমিটেড। এ বছর বাংলাদেশ থেকে একমাত্র সিনেসিস আইটি ‘ফার্স্ট প্লেস উইনার’ পদক পেয়েছে। ঢাকায় অনুষ্ঠিত ‘ডাব্লিউসিআইটি ২০২১’-এর তৃতীয় দিনে উইটসা মহাসচিব ড. জেমস এইচ পয়জান্টেরের পক্ষ থেকে কম্পিউটার সমিতির চেয়ারম্যান শহীদ-উল-মুনীরের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন সিনেসিস আইটির ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী। সোহরাব আহমেদ চৌধুরী বলেন, ‘সিনেসিস আইটি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই মহৎ উদ্যোগকে স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ জানাই।’ এ পর্যন্ত প্রায় এক কোটি ৯০ লাখ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে স্বাস্থ্য বাতায়ন। শুধু করোনা মহামারির এই সময়েই এক কোটি ৩০ লাখ মানুষকে সেবা প্রদান করা হয়।