Thursday, November 30, 2023
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAউইঘুর এলাকা থেকে আমদানি নিয়ে মার্কিন কংগ্রেসে নতুন বিল

উইঘুর এলাকা থেকে আমদানি নিয়ে মার্কিন কংগ্রেসে নতুন বিল

চীনের শিনজিয়াং অঞ্চল থেকে আমদানি করা পণ্য তাদের বাধ্যতামূলক শ্রমে উৎপাদিত নয় এমন প্রমাণ দেওয়ার নতুন একটি বিল পাস হয়েছে মার্কিন কংগ্রেসে। এটি আইনে পরিণত হলে দেশটির কোম্পানিগুলোকে এ প্রমাণ দিতে হবে। 

বিবিসি জানিয়েছে, শিনজিয়াং নিয়ে একের পর এক ব্যবস্থা নিয়ে চীনকে চাপে রাখতে চায় যুক্তরাষ্ট্র, তারই ধারাবাহিকতায় সিনেটে বৃহস্পতিবার ‘উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্ট’ নামের নতুন এ বিলটি পাস হয়। 

বিলটি এখন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেস্কে যাবে, তিনি স্বাক্ষর করলে পরিণত হবে আইনে।

শিয়ানজিংয়ে ব্যবসার সঙ্গে জড়িত কোকা-কোলা, নাইকি ও অ্যাপলের মতো বড় বড় অনেক কোম্পানি বিলটির বিরোধিতা করে আসছে।

হোয়াইট হাউসও কয়েক মাস ধরে এ ধরনের আইনের ব্যাপারে দ্বিধান্বিত ছিল; তবে কয়েকদিন আগে প্রেস সেক্রেটারি জেন সাকি জানান, কংগ্রেসে উইঘুরদের এলাকা থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞার বিল পাস হলে, প্রেসিডেন্টও তাতে স্বাক্ষর করবেন।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় চীনের সামরিক বাহিনীর সহযোগী হিসেবে কাজ করার অভিযোগে ৩০টি চীনা প্রযুক্তি কোম্পানি ও গবেষণা ইন্সটিটিউটের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments