Friday, July 26, 2024
spot_img
Homeসাহিত্যঈশ্বরের হাত এবং অন্যান্য কবিতা

ঈশ্বরের হাত এবং অন্যান্য কবিতা

সৌমেন্দ্র গোস্বামী

ঈশ্বরের হাত

বহুদিন কারো কাছে যাইনি
সৌন্দর্যের অন্ধকারে লুকিয়ে থাকা ভূত
আর সর্দারের গল্পে
উথাল-পাথাল হৃদয়
আমাকে কি সে কমজোর মনে করে
আমি কি তার প্রথম প্রেম
শরীরের কুমারী গন্ধ?
স্নানের দুপুরে ফুটন্ত টগবগে জল
মাড় ভাঙা ভাত
আমি কি ব্যাকস্পেস চেপে সব ভুলে যাবো,
না তাকে জানাবো?
যে ঈশ্বরের হাত
আমাকে পুষ্পমাল্য দিয়েছে—
সেই হাতই আমাকে প্রতিষ্ঠিত করবে।

****

ক্ষতিপূরণ

আমাকে যে নম্র ও বিনয়ী হওয়ার উপদেশ দিয়েছিলেন
আমি তাকে আজ আর শ্রদ্ধা করি না
ভুল শিখিয়েছিলেন তিনি
পৃথিবী, পৃথিবীর মানুষেরা ঔদ্ধত্যকে সমীহ করে
নরমকে শাসন
আমি কেন ঔদ্ধত্যপরায়ণ হলাম না
বড় আফসোস হয়
বরাহনন্দনদের দেখে নিরীহ, অসহায় লাগে নিজেকে
মনে হয় ভ্রান্ত দর্শনে জীবনের তেইশটা যে মেরে দিলো,
তার কাছে গিয়ে একটা জীবন ক্ষতিপূরণ চাই।

****

ব্রহ্মচর্য

আমি তো অভিশাপ দিতে আসিনি, নিতে এসেছি
আমাকে যারা গ্রহণ করেনি, গ্রহণ করবে না
তাদের মনের ভেতর বসে
একদিন মৃদু হেসে বলবো—
আমাকে গ্রহণ করো বৈরাগ্য, গ্রহণ করো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments