Sunday, October 1, 2023
spot_img
Homeবিনোদনঈদে সিনেমা মুক্তির হিড়িক

ঈদে সিনেমা মুক্তির হিড়িক

সাধারণত দুই ঈদে সিনেমা মুক্তি দেয়া নিয়ে নির্মাতাদের মধ্যে সবচেয়ে বেশি তোরজোড় দেখা যায়। চলচ্চিত্রের মন্দাবস্থা এবং সিমীত হল সংখ্যার মধ্যে কে কত বেশি সিনেমা হলে সিনেমা মুক্তি দিতে পারেন, এ নিয়ে ব্যাপক প্রতিযোগিতা শুরু হয়। আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রযোজকরা এখন সিনেমা মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। এখন পর্যন্ত ৮টির মতো সিনেমা মুক্তির প্রস্তুতি চলছে বলে জানা যায়। এগুলোর মধ্যে রয়েছে লিডার: আমিই বাংলাদেশ, আদম, কিল হিম, পাপ, জ্বীন, শত্রু, প্রেম প্রীতির বন্ধন এবং টোকাই। এসব সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান-বুবলী, অনন্ত জলিল-বর্ষা, সজল-পূজা চেরী, রোশান-ববি, জয় চৌধুরী-অপু বিশ্বাস, বাপ্পী চৌধুরী-জাহারা মিতু, ইয়াশ-ঐশী, হিরো আলম-নুসরাত ঝিমু। তবে প্রযোজক ও পরিবেশক সমিতি সূত্রে জানা যায়, ঈদে মুক্তির জন্য এখন পর্যন্ত ডেট নিয়েছে মাত্র চারটি সিনেমা। তার মধ্যে রয়েছে বাংলা সিনেমার মুভিলর্ডখ্যাত অভিনেতা ডিপজলের মেয়ে ওলিজা ডিপজল পরিচালিত ‘বাংলার হারকিউলিস’, বাবু সিদ্দিক পরিচালিত ‘ময়নার শেষ কথা’, তপু খান পরিচালিত ‘লিডার আমিই বাংলাদেশ’ ও সোলায়মান আলী লেবুর পরিচালিত ‘প্রেম প্রীতির বন্ধন’। তবে শেষ পর্যন্ত ঈদে কয়টি সিনেমা মুক্তি পায় সেটি এখন দেখার বিষয়। কারণ, অতীতে একাধিক সিনেমা মুক্তির ফাঁকা আওয়াজ দিয়ে শেষ সময়ে অনেকেই সরে গেছে। এদিকে আদম সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান টিএইচআর মিডিয়া হাউজ সূত্রে জানা যায়, বছরের শুরুতেই আদম এর ‘ডেট’ নেয়া আছে। যা ঈদে মুক্তি দিবে বলে জানায় প্রযোজনা প্রতিষ্ঠান। মুক্তি ঘিরে ইতোমধ্যেই বেশ সরব দেখা গেছে আদম টিমকে। সিনেমায় অভিনয় করেছে ইয়াশ রোহান, জান্নাতুল ফেরদৌস ঐশী, এলেন শুভ্র, রাইসুল ইসলাম আসাদ, মনিরা মিঠ সহ অনেকে। সিনেমাটি পরিচালনা করেছেন আবু তাওহীদ হিরণ। মুক্তির তালিকায় আছে সৈকত নাসির পরিচালিত ‘পাপ’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও ইয়ামিন ববি। সিনেমাটি সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পায়। আসন্ন ঈদুল ফিতরে পাপ মুক্তির ঘোষণা দিয়েছেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। এছাড়াও জাজ মাল্টিমিডিয়ার আরও একটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। সজল-পূজা চেরী অভিনীত ভৌতিক আবহে নির্মিত সিনেমা ‘জ্বীন’। এ ছাড়া অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘কিল হিম’ ঈদে মুক্তির কথা শোনা যাচ্ছে। সম্প্রতি সিনেমার শুটিং শেষ হয়েছে। সব গুছিয়ে সিনেমাটি ঈদেই মুক্তি দিতে চাইছেন পরিচালক ও প্রযোজক এমডি ইকবাল। ঈদে সিনেমা মুক্তি দিতে চাচ্ছেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। সিনেমার নাম ‘টোকাই’। বাবুল রেজা পরিচালিত এই সিনেমাটি ঈদকে কেন্দ্র করে মুক্তি দিতে চান বলে ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন হিরো আলম। এক ঈদে এতগুলো সিনেমা মুক্তির খবর চলচ্চিত্রশিল্পের জন্য সুখবর হলেও ব্যবসায়িক অনিশ্চয়তা আছে। এত সিনেমা একসঙ্গে মুক্তি দিলে কোনো সিনেমারই ভালো ব্যবসা হয় না। তার ওপর রয়েছে হলের সংকট। দেশে চলমান সিনেমা হলের সংখ্যা একশ’র নিচে। ঈদ মৌসুমে বন্ধ থাকা বেশ কিছু সিনেমা হল চালু করলেও সব মিলিয়ে হলসংখ্যা দেড়শ’র বেশি হয় না। ফলে শেষ পর্যন্ত ঈদে কয়টা সিনেমা মুক্তি পাবে, সেটা সময় বলে দেবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments