ঈদুল ফিতর উপলক্ষে কম্পিউটার পণ্যে বিশেষ সুবিধা দিচ্ছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির ‘ঈদ উল্লাস অফার’-এর আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা থেকে ডাউনপেমেন্ট ছাড়াই শুধু এক মাসের কিস্তির সমপরিমাণ টাকা জমা দিয়ে ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি ও ট্যাব কিনতে পারবেন গ্রাহক। রয়েছে জিরো ইন্টারেস্টে ১২ মাসের কিস্তি সুবিধা। এই সুযোগ থাকছে চাঁদরাত পর্যন্ত।
বর্তমানে বিভিন্ন কনফিগারেশনের প্রিলুড, প্যাশন, ট্যামারিন্ড, কেরোন্ডা ও ওয়াক্সজ্যাম্বু সিরিজের ২১ মডেলের ল্যাপটপ উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন। সেগুলো পাওয়া যাচ্ছে মাত্র ২৮ হাজার ৪৯০ থেকে এক লাখ ৮৯ হাজার ৯৫০ টাকায়। ওয়ালটনের আছে সাত সিরিজের মোট ১৬ মডেলের ডেস্কটপ, যার মূল্য ৩২ হাজার ৭৫০ থেকে দুই লাখ ৪৯ হাজার ৫০০ টাকার মধ্যে। এ ছাড়া ওয়ালটনের রয়েছে তিন সিরিজের অল-ইন-ওয়ান ওয়ালটন ইউনিফাই পিসি, যার মূল্য ৪৮ হাজার ৫৫০ থেকে ৬৮ হাজার ৫০০ টাকার মধ্যে। বাজারে রয়েছে ওয়ালটনের দুই মডেলের অ্যানড্রয়েড ট্যাব এবং এক মডেলের উইন্ডোজ ট্যাব। ওয়ালটন ট্যাবের দাম ১৫ হাজার ৭৫০ থেকে ২৬ হাজার ৯৯০ টাকার মধ্যে।