সব ফোন ট্যাবলেট ও হেডফোনের জন্য এক ধরনের চার্জার ব্যবহারের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার ইউরোপীয় ইউনিয়ন সংসদের ‘ইন্টারনাল মার্কেট অ্যান্ড কনজিউমার প্রটেকশন কমিটি এই প্রস্তাবের পক্ষে মত দেয়। আগামী মাসে ইউরোপীয় ইউনিয়ন সংসদে ভোটের মাধ্যমে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ই-বর্জ্যের পরিমাণ কমাতে একটি নির্দিষ্ট পোর্টের চার্জার সব ডিভাইসে ব্যবহারের পরামর্শ এক দশক আগেই দিয়েছিল ইউরোপীয় কমিশন।
অ্যাপলের আইফোন চার্জ করতে লাগে লাইটেনিং কেবল। অ্যানড্রয়েড ডিভাইস চার্জ করতে প্রয়োজন হয় ইউএসবি-সি কানেক্টর। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে অ্যানড্রয়েড ডিভাইসই বেশি ব্যবহৃত হয়। প্রতিবছর ১১ থেকে ১৩ হাজার টন ই-বর্জ্য তৈরি হয়। তাই সব মোবাইলের জন্য এক ধরনের চার্জার থাকলে পরিবেশের ক্ষতি কম হবে।
তবে অ্যাপলের ভাষ্য, এতে অ্যাপল পণ্য ব্যবহারকরীরা নতুন চার্জার কিনতে বাধ্য হবেন। ফলে ই-বর্জ্যের পরিমাণ আরো বাড়বে। সূত্র : রয়টার্স