Thursday, June 20, 2024
spot_img
Homeজাতীয়ইসি গঠন বিলে প্রেসিডেন্টের সই

ইসি গঠন বিলে প্রেসিডেন্টের সই

সংসদে পাস হওয়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল- ২০২২ এ সই করেছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। শনিবার বিলটিতে প্রেসিডেন্ট সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের পরিচালক মো. তারিক মাহমুদ। নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট সংসদে পাস হওয়া কোনো বিলে সম্মতি দিলে তা আইনে পরিণত হয়। সরকার এখন আনুষ্ঠানিকভাবে নতুন আইনটির গেজেট প্রকাশ করবে। এরপরই আসবে সার্চ কমিটির ঘোষণা, যেটিও গেজেট আকার প্রকাশ করা হবে। গত বৃহস্পতিবার আলোচিত এ বিল অনুমোদন দেয় জাতীয় সংসদ। পাস হওয়া বিলে সার্চ কমিটির কাজ ১৫ কার্য দিবসের মধ্যে শেষ করতে বলা হয়েছে, যা খসড়ায় ১০ কার্যদিবস ছিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments