Wednesday, April 17, 2024
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAইসলাম ধর্ম গ্রহণ বিখ্যাত মার্কিন র‌্যাপার লিল জনের

ইসলাম ধর্ম গ্রহণ বিখ্যাত মার্কিন র‌্যাপার লিল জনের

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি মসজিদে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বিখ্যাত মার্কিন র‌্যাপার ও প্রযোজক লিল জন। খবর ডেইলি সাবাহর

শুক্রবার তিনি লস অ্যাঞ্জেলেসের কিং ফাহাদ মসজিদে একটি বিশাল জমায়েতের সামনে প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মসজিদের ইমামের তত্ত্বাবধানে ওই মার্কিন র‌্যাপার প্রথমে আরবি ও পরে ইংরেজিতে শাহাদা পাঠ করছেন।

লিল জনের জন্ম ১৯৭২ সালে জর্জিয়ার আটলান্টায়। আমেরিকান লেখক ও অ্যাক্টিভিস্ট শন কিংয়ের পর লিল জন হলেন রমজানের প্রথম সপ্তাহে ইসলাম গ্রহণকারী দ্বিতীয় বিখ্যাত আমেরিকান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments