সম্প্রতি সৌদি আরব নিজেদের আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়েছে ইসরাইলকে। তবে কুয়েতের আকাশপথ বন্ধই থাকছে ইসরাইলি বিমান চলাচলে জন্য। সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে ইসরাইলি বিমান কুয়েতের আকাশপথ ব্যবহার করেছে। এমন খবর ভিত্তিহীন এবং পুরোটাই গুজব বলে উড়িয়ে দিয়েছে দেশটি। বুধবার সরকারি সূত্রের বরাত দিয়ে দ্য নিউ আরব জানায়, ইসরাইলি বিমান সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর জন্য কখনোই কুয়েতের আকাশপথ ব্যবহার করতে পারবে না।খবরে আরও বলা হয়, ইসরাইল আর সংযুক্ত আরব আমিরাতের যে নতুন রুটটি সেটি ‘কুয়েত দিয়ে না, অন্য কোনো দেশের মধ্য দিয়ে গেছে’, যা কিনা কুয়েত থেকে অনেক দূরে।এ নিয়ে কুয়েত সরকারের ভাষ্য, তারা ইসরাইলকে আকাশসীমা দেবে না। একই সঙ্গে ইসরাইলের সঙ্গে সম্পর্কও প্রতিষ্ঠা করবে না।এর আগে ২ সেপ্টেম্বর সৌদি আরবের জেনারেল অথরিটি ফর সিভিল এভিয়েশন (জিএসিএ) এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরাইলে বিমান চলাচলে নিজেদের আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়।