Wednesday, March 22, 2023
spot_img
Homeআন্তর্জাতিকইসরাইলের নিন্দা ইইউয়ের ৪ দেশ ও কানাডার

ইসরাইলের নিন্দা ইইউয়ের ৪ দেশ ও কানাডার

ফিলিস্তিনের দখলীকৃত পশ্চিমতীরে ইহুদিদের ৯টি বসতি স্থাপনের অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। কিন্তু তাদের এমন উদ্যোগের বিরোধিতা করেছেন ইউরোপিয়ান চারটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। ওয়াশিংটনও একই অবস্থান নিয়েছে। তার সঙ্গে যোগ দিয়েছে কানাডা। ইসরাইল পশ্চিমতীরে ওই বসতি স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে। এর বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করে ওই দেশগুলো একটি যৌথ বিবৃতি দিয়েছে। তারা বলেছেন, একতরফা এমন যেকোনো কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করি আমরা। এমন কর্মকাণ্ড ফিলিস্তিন এবং ইসরাইলের মধ্যে উত্তেজনাকেই শুধু বৃদ্ধি করবে। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়ায় কিছু অর্জন করার প্রচেষ্টা এতে খর্ব হবে। পরে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, বসতি সম্প্রসারণের এই পরিকল্পনার ঘোর বিরোধিতা করে অটোয়া।

এমন একতরফা কর্মকাণ্ড ব্যাপক অর্থে, দীর্ঘস্থায়ী শান্তি অর্জনের উদ্যোগকে বিপন্ন করবে। 
রোববার ইসরাইল কর্র্তৃপক্ষ পশ্চিমতীরে ৯টি বসতি স্থাপনের পূর্বপরিকল্পনা ঘোষণা করে। একই সঙ্গে সেখানে নতুন নতুন বাড়ি নির্মাণের এক বড় কর্মযজ্ঞের ঘোষণা দেয়। এর ফলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলতে বাধ্য হন যে, তিনি এমন ঘোষণায় গভীরভাবে বিরক্ত। এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। কিন্তু নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেনগাভির বলেছে, সে আরও অনেক দূর অগ্রসর হতে চায়। উল্লেখ্য, ইসরাইলের উগ্র ধর্মীয় জাতীয়তাবাদী ব্লকের নেতা। তিনি যোগ দিয়েছেন নেতানিয়াহু সরকারে। বেনগাভির বলেছে, এটা আমাদের মিশন। এটা আমাদের মতবাদ। ৯টি বসতি তো অনেক সুন্দর। কিন্তু তা যথেষ্ট নয়। আমরা আরও অনেক বসতি নির্মাণ করতে চাই। 
আরবদের সঙ্গে ১৯৬৭ সালের যুদ্ধে ফিলিস্তিনের যে জায়গা দখল করেছে ইসরাইল, সেখানে তারা একের পর এক বসতি নির্মাণ করে যাচ্ছে। বিশ্বের বেশির ভাগ দেশ এই বসতি নির্মাণকে দেখে থাকে অবৈধ বসতি হিসেবে।  

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments