Wednesday, March 22, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিইলন মাস্কের রকেটে করে মহাকাশে গেল ভারতীয় স্যাটেলাইট

ইলন মাস্কের রকেটে করে মহাকাশে গেল ভারতীয় স্যাটেলাইট

ইলন মাস্কের মালিকানাধীন ‘স্পেসএক্স’-এর ফ্যালকন-৯ রকেটে করে মহাকাশে একটি স্যাটেলাইট পাঠিয়েছে ভারতের বেঙ্গালুরুভিত্তিক স্টার্টআপ ‘পিক্সেল’। তাদের স্যাটেলাইটটির নাম ‘শকুন্তলা’। শুক্রবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের স্পেসএক্সের ট্রান্সপোর্টার-৪ মিশন থেকে ১৫ কেজি ওজনের স্যাটেলাইটটি পাঠানো হয়।

এই স্যাটেলাইটের মাধ্যমে আবহাওয়ার খবর পাওয়া যাবে।

এতে থাকা হাই রেজল্যুশনের বাণিজ্যিক ক্যামেরা পৃথিবীর ওপর নজর রাখবে। বন উজাড়, বরফ গলা, গ্যাস নিঃসরণ, ফসলের অবস্থা ও আবহাওয়াসংক্রান্ত অন্যান্য তথ্য পাঠাবে।

পিক্সেলের সহপ্রতিষ্ঠাতা আওইশ আহমেদ ও শিতিশ খাণ্ডেলওয়াল এক ব্লগ পোস্টে জানান, আগামী বছরও বাণিজ্যিক স্যাটেলাইট পাঠানো হবে। স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য বিক্রিও করবে তারা।

স্যাটেলাইটের তোলা ছবি দেখে ফসল উৎপাদনের পরিমাণ সম্পর্কে আগেই ধারণা পাওয়া যাবে। ফলে দুর্ভিক্ষ ঠেকানো সম্ভব হবে। সমুদ্রের পানিতে তেল গড়ালেও আগেভাগে খবর পাওয়া যাবে। মহাকাশে স্যাটেলাইট পাঠানোর জন্য আড়াই কোটি ডলারের ফান্ড জমা করেছে পিক্সেল।       সূত্র : গ্যাজেটস নাউ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments