Thursday, February 9, 2023
spot_img
Homeআন্তর্জাতিকইরানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আফটারশকে কাঁপল মধ্যপ্রাচ্য

ইরানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আফটারশকে কাঁপল মধ্যপ্রাচ্য

রবিবার দক্ষিণ-পশ্চিম ইরানে ৬ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। যার আফটারশক সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যজুড়ে অনুভূত হয়।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানায়, বন্দর আব্বাসের ৬৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। এ অঞ্চলের ভিডিওগুলোতে দেখা যায়, পাহাড় থেকে ধুলো উঠছে এবং ট্রাক কাঁপছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের ফলে তাৎক্ষণিক হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তেহরান টাইমস জানায়, এলাকায় জরুরি পরিষেবা বাহিনী পাঠানো হয়েছে।

কম্পনের অসংখ্য রিপোর্ট এসেছে দুবাই থেকে। সেই সঙ্গে সৌদি আরবের পূর্বাঞ্চলের কিছু স্থান থেকেও এসেছে। দুবাইয়ের বাসিন্দাদের বেশ কয়েকটি ভবন খালি করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া কেন্দ্রগুলো জানিয়েছে, ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত দেশটিতে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।
সূত্র : দ্য উইক

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments