Friday, July 26, 2024
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAইরানের হুমকি, যে পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের হুমকি, যে পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র

সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরাইলের হামলার প্রতিক্রিয়ায় ইসরাইলি বা আমেরিকান সম্পদ লক্ষ্য করে হামলার ঘোষণা দিয়েছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভাব্য ইরানি আক্রমণের উচ্চ সতর্কতায় রয়েছে। পাশাপাশি তারা হামলা মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে।

শুক্রবার (৫ এপ্রিল) একজন মার্কিন কর্মকর্তা এ কথা জানান। খবর রয়টার্সের।

ওই কর্মকর্তা একটি সিএনএন রিপোর্টের বরাতে নিশ্চিত করে বলেছেন, আগামী সপ্তাহে আক্রমণ হতে পারে এবং আমরা অবশ্যই সতর্কতার উচ্চ অবস্থানে আছি।

গত সোমবার সিরিয়ার ইরানি দূতাবাসে সন্দেহভাজন ইসরাইলি বিমান হামলায় সাত কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার নিহতদের জানাজায় এ হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে তেহরান। তারা বলেছে, এই হামলার প্রতিশোধ নেওয়ার অধিকার তাদের আছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে ইরানের হুমকি নিয়ে আলোচনা করেছেন।

বাইডেন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, ‘আমাদের দলগুলো তখন থেকে নিয়মিত এবং ক্রমাগত যোগাযোগ করছে। যুক্তরাষ্ট্র ইরানের হুমকির বিরুদ্ধে ইসরাইলের প্রতিরক্ষায় পূর্ণ সমর্থন করে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments