Friday, March 24, 2023
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAইরানের বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ইরানি কিংবা ইরানের সঙ্গে সংশ্লিষ্ট শিপিং ও পেট্রোকেমিক্যাল কোম্পানিগুলোকে টার্গেট করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ বিভাগ বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, নিষেধাজ্ঞার মধ্যে চীনভিত্তিক দুটি শিপিং ফার্ম রয়েছে। এ ছাড়া চীন, ভিয়েতনাম এবং সংযুক্ত আরব আমিরাতের সংস্থাগুলোর সঙ্গে সংযুক্ত ২০টি জাহাজকেও নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করা হয়েছে।

তবে ওয়েবসাইটে নতুন নিষেধাজ্ঞা সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। 

যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, নিষেধাজ্ঞাগুলো ২০১৮ সালের মার্কিন নির্বাহী আদেশের অধীনে জারি করা হয়েছে। একই বছর ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি একতরফাভাবে প্রত্যাখ্যান করার পর থেকে ওই নির্বাহী আদেশের অধীনে তেহরানের তেল, ব্যাংকিং এবং পরিবহন খাতকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা পুনরুদ্ধার করে ওয়াশিংটন।

প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েবসাইটে প্রকাশিত নথিতে দেখা যায়, ট্রেজারি ডিপার্টমেন্ট ২৯ জুন পর্যন্ত ‘উইন্ড-ডাউন’ সময়ের মধ্যে অনুমোদিত জাহাজের সঙ্গে সীমিত লেনদেন অনুমোদন করে একটি সাধারণ লাইসেন্স জারি করেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments