শুক্রবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে ফোনে কথা বলেন চীনের প্রেসিডেন্ট শি জিংপিং।
তিনি ইরানের প্রেসিডেন্টকে বলেছেন, ইরানের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বাড়াতে চায় চীন।
চীনের গণমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, ইরানের প্রেসিডেন্টকে শি জিংপিং বলেছেন, চীন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন এবং অন্যন্যভাবে ইরানের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধি করতে চায়।
উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে এখন চলছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন। এই সম্মেলন চলার মাঝেই ইরানের প্রেসিডেন্টকে ফোন দিলেন চীনের প্রেসিডেন্ট। ইরান এই সংগঠনটির সদস্য।
চীন এবং শি জিংপিং মধ্যপ্রাচ্যের দেশগুলোর ‘স্বাধীন উন্নয়ন পথকে’ সমর্থন করেন।
এদিকে ইরান এবং চীন ইতিমধ্যেই তাদের দ্বীপাক্ষিক সম্পর্ক জোরদার করেছে। সাম্প্রতিক সময়ে দুই দেশ একটি চুক্তি করেছে। যেখানে বলা হয়েছে আগামী ২৫ বছরে ইরানে ৪০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীন।
শুক্রবার ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার আগে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে কথা বলেন শি জিংপিং।
তারা ইউক্রেন ইস্যু ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সূত্র: ডেইলি সাবাহ