ইমরান খান সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির জৈষ্ঠ্য একজন সচিব। মন্ত্রী পরিষদ বিভাগের এই সচিব বলেছেন, ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের সঙ্গে আফগানিস্তানের তালেবান সরকারের মিল রয়েছে।
পাকিস্তানের জেষ্ঠ্য এই হামলা হলেন- হাম্মাদ শামিমি। তিনি দেশটির সিভিল সার্ভিসের ২১ ব্যাচের ক্যাডার এবং বর্তমান যুগ্ম সচিব।
শামিমি এক ফেসবুক পোস্টে বলেন, তালেবান ও পাকিস্তান সরকারের মধ্যে একটা মিল রয়েছে। সেটা হলো উভয়ই ক্ষমতায় যাওয়ার পর চিন্তা করছে কীভাবে সরকার চালাতে হবে।
পাকিস্তান সরকার সিনিয়র এই আমলার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী ইমরান খান আপত্তিকর মন্তব্যের জেরে এই আদেশ দিয়েছেন।
পাকিস্তানের সংস্থাপন বিভাগ এক বিবৃতিতে বলেছে, হাম্মাদ শামিমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে পোস্ট দিয়েছেন সেটা সরকারি কর্মচারী আইনের পরিপন্থী। পৃথক আরেক বিবৃতিতে মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে।
তদন্ত করবে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি। সংস্থাটির পরিচালক সানাউল্লাহ আব্বাসীকে দুই মাসের (৬০ দিন) মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।