পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন, দেশটির সরকার একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গত মাসে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়।
ইমরান খান দাবি করেছেন, বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র এর পেছনে ছিল বলে দাবি করেছেন ইমরান।
ইমরান খানের এ অভিযোগের তদন্তই করবে পাকিস্তানের সরকার গঠিত স্বাধীন কমিটি।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আওরঙ্গজেব জানিয়েছেন, যাকে এ কমিটির প্রধান করা হবে তাকে নিয়ে কেউ, এমনকি ইমরান খানও কোনো আপত্তি জানাতে পারবেন না।
কমিটি গঠন ও ইমরানের অভিযোগের তদন্তের বিষয়ে মরিয়ম আওরঙ্গজেব সাংবাদিকদের আরও বলেন, কমিটি প্রমাণ করবে ‘বিদেশী ষড়যন্ত্র’ ছিল একটি নাটক। আর এ নাটকের পেছনের প্রধান চরিত্র হলেন ইমরান খান।
তিনি সাংবাদিকদের আরও বলেন, এই অভিযোগগুলো করা হয়েছে পাকিস্তানের অপূরণীয় ক্ষতি করার জন্য।
তিনি আরও জানিয়েছেন, তদন্ত কমিটির তদন্তের পর যে এমন অভিযোগ করেছে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানিয়েছেন, তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন সকলের সামনে প্রকাশ করা হবে।
সূত্র: ডন নিউজ অনলাইন