মুসলিমস ডে
প্রতিদিনের সাহরি ও ইফতারের সময়সূচি দেখাবে অ্যাপটি। বিশ্বের যেকোনো স্থান থেকে অ্যাপটি চালু করলেই ওই স্থানের পাঁচ ওয়াক্ত নামাজ, নফল নামাজ, সাহরি ও ইফতারের সময়—সব কিছু হোমপেজেই প্রদর্শিত হবে। ইউজারকে শুধু একবারের জন্য জিপিএস লোকেশন চালু করতে হবে।
শুধু রমজান নয়, সারা বছরের নামাজের সময় জানা যাবে এই অ্যাপের মাধ্যমে।
পাঁচ ওয়াক্ত নামাজ, নফল নামাজ, সাহরি ও ইফতারের সময়—সব কিছু নির্ভুলভাবে জানার জন্য অ্যাপটি সারা বছরই ব্যবহার করা যাবে।
শুধু নামাজের ওয়াক্তই নয়, প্রতিদিনের নামাজ পড়ার নিষিদ্ধ সময়গুলো অ্যাপের হোমপেজেই পাওয়া যাবে।
দৈনন্দিন জীবনে ব্যবহৃত দোয়া ও জিকির ফিচার যুক্ত করা হয়েছে অ্যাপে। ফলে এই একটি অ্যাপের মাধ্যমে ইসলামের বা একজন মুসলিমের মৌলিক যে বিষয়গুলোর আমল প্রয়োজন তার অনেক কিছুই কাভার হবে।
কিবলা কম্পাস ফিচারটি ব্যবহার করে সারা বিশ্বের যেকোনো স্থান থেকে কিবলার সঠিক দিক নির্ণয় করা যাবে। ফলে প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি খুব দারুণ কাজে আসবে।
ইন্টারনেট ছাড়াই প্রতিদিন একটি করে সহিহ হাদিসের নোটিফিকেশন পাওয়া যাবে অ্যাপের মাধ্যমে।
প্রতি হিজরি মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য, নফল রোজার তথ্য, ইসলামিক ফাউন্ডেশনের কোনো নির্দেশনাসহ সমসাময়িক বিষয়গুলো নিয়ে নিয়মিত পোস্ট করা হয়। ডিজিটাল তসবিহ এই অ্যাপের অন্যতম ইউনিক ফিচার।
রোজা, নামাজ, জাকাত, ফিতরা ইত্যাদি বিষয়ে কোরআন-হাদিসের আলোকে সমৃদ্ধ আর্টিকল সেকশন এই অ্যাপকে করেছে বৈশিষ্ট্যমণ্ডিত। বিভিন্ন ইসলামিক স্কলারের লেখা প্রবন্ধগুলোর এক বিরাট কালেকশন এই অ্যাপটি। এ ছাড়া রয়েছে অর্থসহ কোরআনের ছোট ১০টি সুরা, বেশ কিছু হাদিস,
মাসআলা-মাসায়েল ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন দোয়া।
অ্যাপটি এই ঠিকানা (https://urlzs.com/T7ehq) থেকে বিনা মূল্যে ডাউনলোড করা যাবে। গুগল প্লে স্টোরে অ্যাপটি রিভিউ ৪.৯। সাইজ ১০ মেগাবাইট।
ইসলামী লাইভ ওয়ালপেপার
রমজানের এই সময় নিজের স্মার্টফোনে ওয়ালপেপার হিসেবে ধর্মীয় ছবি ব্যবহার করতে চান অনেকেই। ‘ইসলামী লাইভ ওয়ালপেপার’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে পছন্দসই বিভিন্ন ওয়ালপেপার নামানো যাবে অনায়াসে।
এতে রয়েছে ধর্মীয় বিভিন্ন স্থাপনা, কোরআনের বিভিন্ন আয়াত থেকে শুরু করে নানা ওয়ালপেপার।
সব ওয়ালপেপার এইচডি রেজল্যুশনসমৃদ্ধ। চাইলে ব্যবহারকারী রেজল্যুশন অনুযায়ী ওয়ালপেপার ব্যবহার করতে পারবেন। এ ছাড়া রয়েছে লাইভ ওয়ালপেপারও।
৩.২ মেগাবাইটের অ্যাপ্লিকেশনটির ডাউনলোডের ঠিকানা https://cutt.ly/nFa3Lt9
অটো সাইলেন্ট অ্যাট প্রেয়ার’স টাইম
ধরুন মসজিদে নামাজ পড়ার সময় হঠাৎ করে বেজে উঠল আপনার স্মার্টফোন। এতে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। তবে আপনার ফোনে যদি থাকে ‘অটো সাইলেন্ট প্রেয়ার’স টাইম’ নামের অ্যাপ্লিকেশনটি, তাহলে নামাজের সময় ফোন সাইলেন্ট করতে ভুলে গেলেও সমস্যা নেই। অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে নামাজের সময় আপনার ফোনটি সাইলেন্ট করে দেবে। চাইলে এক ক্লিকে সাইলেন্ট থেকে ফোনের আগের মুডেও ফিরে যেতে পারবেন। আর নামাজ পড়ার সময় ফোনে আসা কলগুলোর কথাও জানিয়ে দেবে অ্যাপটি। অ্যাপ্লিকেশনটি অফলাইনেও কাজ করে।
২.৩ মেগাবাইটের অ্যাপ্লিকেশনটি বিনা মূল্যে https://cutt.ly/UFa3X7t ঠিকানা থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
রমাদান ক্যালেন্ডার
ধরুন, আপনি থাকেন ঢাকায়, রোজার সময় অফিস বা পারিবারিক কাজে গেলেন পঞ্চগড়ে। নতুন স্থানে সাহরি ও ইফতারের সময়সূচি জানতে চান? এমন পরিস্থিতিতে সহজ সমাধান হতে পারে ‘রমাদান ক্যালেন্ডার’। এটি জিপিএস প্রযুক্তির সাহায্যে একেবারে নির্ভুলভাবে বিভিন্ন অঞ্চলের সাহরি ও ইফতারের সময়সূচি জানিয়ে দেবে। পাশাপাশি এতে রয়েছে বিভিন্ন হাদিস। ইন্টারনেট ছাড়াও প্রতিদিন বিভিন্ন হাদিসের নোটিফিকেশন পাওয়া যাবে। অ্যাপ্লিকেশনটির হোম স্ক্রিনেই প্রতিদিনের সাহরি ও ইফতারের সময় দেখা যাবে।
বাড়তি হিসেবে রোজায় ডায়াবেটিক ও হৃদরোগীদের জন্য কেমন খাবার গ্রহণ করা উচিত, তা নিয়ে বেশ কিছু তথ্য নির্দেশিকাও এতে রয়েছে।
৪.১ মেগাবাইটের অ্যাপটি গুগল প্লে স্টোর (https://cutt.ly/vFa8wTl) থেকে বিনা মূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
নামাজ
নামাজের নিয়ম ও গুরুত্বপূর্ণ সুরা নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি কাজ করে। এসব বিভ্রান্তি দূর করতেই তৈরি করা হয়েছে এই অ্যাপ। যাত্রাপথে কিংবা বাসায় বসে সহজে ভুলে যাওয়া সুরাটি যেমন মুখস্থ করা যাবে, তেমনি নিজের ভুলগুলো শুধরে নেওয়া যাবে ‘নামাজ’ অ্যাপের সাহায্যে।
এতে নামাজের প্রয়োজনীয় সব সুরা বাংলায় দেওয়া আছে। অ্যাপটিতে রয়েছে নামাজের সময় ফরজ, ওয়াজিব ও সুন্নত কাজগুলোর বিস্তারিত তথ্য।
সুরাগুলো বিভিন্ন বিভাগ অনুযায়ী সাজানো হয়েছে। ফলে সহজেই খুঁজে পাওয়া যাবে। এটি অফলাইনেও কাজ করবে। বাড়তি সুবিধা হিসেবে অ্যাপটিতে থাকা যেকোনো টেক্সট চাইলে কপিও করা যাবে।
গুগলের প্লেস্টোরে থাকা ২.৩ গিগাবাইটের অ্যাপ্লিকেশনটি https://cutt.ly/NFa32cT ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।