Friday, April 19, 2024
spot_img
Homeআন্তর্জাতিকইন্দোনেশিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা এক লাফে বেড়ে ৬০২

ইন্দোনেশিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা এক লাফে বেড়ে ৬০২

গত ২১শে নভেম্বর ইন্দোনেশিয়ায় যে ভূমিকম্প হয়েছিল তাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০২ জনে। এর আগে এই সংখ্যা ৩০০ জনের সামান্য বেশি বলে প্রচারিত হয়েছিল। কিন্তু হঠাৎ করেই দেশটির সরকারী হিসেবে এ সংখ্যা দ্বিগুন হয়ে গেলো। দেশটির কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পে নিহত সকলের খবর সংগ্রহ ও যাচাই করতে সময় লাগায় এতদিন বাদে আসল সংখ্যা জানা গেলো। এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, ৫.৬ মাত্রার ওই ভূমিকম্পে প্রাথমিকভাবে শতাধিক মৃত্যুর কথা প্রচারিত হয়েছিল। তবে সর্বশেষ বার্তা সংস্থা এএফপিকে ইন্দোনেশিয়ার কর্মকর্তারা মৃতের সংখ্যা ৩৩৪ বলে জানিয়েছিলেন। ওই ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছিল পশ্চিম জাভা দ্বীপ। ভূমিকম্পে বহু বিল্ডিং ভেঙে পড়ে। আর তাতেই চাপা পড়ে মারা যান শত শত মানুষ। তবে নিহতের প্রকৃত সংখ্যা এত বেশি দেখে অনেকেই হতবাক হয়ে গেছেন। 

ইন্দোনেশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে অনেকেরই মৃত্যু হয়েছিল কিন্তু তাদের অনেককেই পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ কবর দিয়ে দেয়।

সেই খবর সরকারের কাছে পৌঁছাতে সময় লেগেছে। সেসব খবর যাচাই করতে আরও সময় চলে গেছে। এতেই মৃতের আসল সংখ্যা পেতে এত দিন লাগলো। স্টেট নিউজ এজেন্সি অন্তরা শেষ পর্যন্ত নিশ্চিত করেছে যে, ওই ভূমিকম্পে ৬০২ জনের প্রাণহানী হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments