Friday, July 26, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিইন্টারন্যাশনাল স্পেস স্টেশন দেখতে নাসার অ্যাপ

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন দেখতে নাসার অ্যাপ

পৃথিবী থেকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস) দেখার সুবিধার্থে একটি মোবাইল অ্যাপ উন্মোচন করেছে নাসা। অ্যাপটির নাম ‘স্পট দ্য স্টেশন’। আইএসএসের অবস্থান ম্যাপে দেখাবে অ্যাপটি। যেকোনো সময় ম্যাপ দেখে জানা যাবে আইএসএস কোথায় অবস্থান করছে।আইওএস ও অ্যানড্রয়েড উভয় ডিভাইসেই চলবে স্পট দ্য স্টেশন। টেক্সাসের হিউস্টনে অবস্থিত নাসার জনসন স্পেস সেন্টারের মিশন কন্ট্রোল থেকে তথ্য নেবে অ্যাপটি। তথ্যের হিসাব-নিকাশ অনুযায়ী, বিশ্বের ছয় হাজার ৭০০টি জায়গা থেকে আইএসএস দেখার সুযোগ পাওয়া যাবে। যদি তালিকায় থাকা জায়গাগুলোর মধ্যে কোনো শহরের নাম না থাকে তাহলে অন্য একটি শহর বাছাই করে সেখান থেকে দেখতে হবে।ম্যাপ দেখে আইএসএসের অবস্থান ৯০ মিনিট আগে কোথায় ছিল এবং ৯০ মিনিট পরে কোথায় থাকবে তা-ও জানা যাবে। অ্যাপটিতে অ্যালার্মও দিয়ে রাখা যাবে। বিজ্ঞাপনবিহীন অ্যাপটি বিনা মূল্যেই ব্যবহার করা যাবে।              সূত্র : গিজচায়না

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments