Wednesday, March 22, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিইন্টারনেট সেবা দিতে মহাশূন্যে রকেট পাঠাচ্ছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা

ইন্টারনেট সেবা দিতে মহাশূন্যে রকেট পাঠাচ্ছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা

কুইপার প্রকল্পের আওতায় আগামী পাঁচ বছরে তিনটি রকেট পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠাতে যাচ্ছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজসের কম্পানি স্পেস রকেট নির্মাতা ‘ব্লু অরিজিন’। ভার বহনে সক্ষম এই রকেটগুলোতে থাকবে কয়েক হাজার স্যাটেলাইট। তিন হাজার ২৩৬টি স্যাটেলাইট পাঠাতে ৮৩ বার মহাকাশে রকেট পাঠাবে তারা। স্যাটেলাইটগুলো ব্রডব্যান্ড ইন্টারনেট কাভারেজ দেবে।

রকেট উেক্ষপণের ইউরোপীয় কম্পানি এরিয়ানস্পেস ও যুক্তরাষ্ট্রের ইউনাইটেড লঞ্চ অ্যালাইয়েন্স এবং জেফ বেজসের স্পেস কম্পানি ব্লু অরিজিন মিলিতভাবে রকেটগুলো তৈরি করবে।

কুইপার প্রকল্পের মাধ্যমে বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান, সরকারি অফিস ও মোবাইল অপারেটরদের কাছে হাই স্পিড ও লো ল্যাটেন্সি ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেওয়া হবে। বিভিন্ন দেশের সুবিধাবঞ্চিত মানুষও এই সুবিধা পাবে। রকেট বানানোর খরচ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

ব্লু অরিজিনের প্রতিদ্বন্দ্বী কম্পানি ইলন মাস্কের ‘স্টারলিংক’ এরই মধ্যে মহাকাশে দুই হাজার ৩০০ স্যাটেলাইট পাঠিয়েছে। সব মিলিয়ে ৩০ হাজার স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা রয়েছে স্টারলিংকের।         সূত্র : বিবিসি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments